Hardik-Natasa: এক নয়, তিন-তিনবার বিয়ে হার্দিকের; তারপরও নাতাশার সঙ্গে সংসার হল না সুখের – Bengali News | Hardik Pandya and Natasa Stankovic married three times, but their relation does not staying, they announced divorce

এক নয়, তিন-তিনবার বিয়ে হার্দিকের; তারপরও নাতাশার সঙ্গে সংসার হল না সুখের
কলকাতা: বাইশ গজ ও সিনেদুনিয়ার হট কাপল ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্তানকোভিচ (Natasa Stankovic)। একদিন আগেও তাঁদের ডিভোর্সের গুঞ্জন ছিল। তবে শুরুটা তারও অনেক আগে। বেশ কয়েক মাস ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ক্রমশ জোরালই হয়েছিল। ১৮ জুলাই রাত বাড়তেই হার্দিক ও নাতাশা তাঁদের বিচ্ছেদের খবরে সিলমোহর দেন। এক, দুই বার নয়, মোট তিন বার তাঁদের বিয়ে হয়েছিল। তারপরও তাঁদের সুখের সংসার ভাঙল। জানেন তাঁরা তিন বার কেন বিয়ে করেছিলেন?
হার্দিক-নাতাশার বিয়ের হ্যাটট্রিকের গল্প শোনাতে গেলে ২০১৯ সালে ফিরে যেতে হবে। একেবারে ফিল্মি কায়দায় দুবাইয়ে মাঝ সমুদ্রে হাঁটু মুড়ে বসে নাতাশাকে প্রপোজ করেছিলেন হার্দিক। সম্মতি জানিয়েছিলেন সার্বিয়ান সুন্দরী। কিন্তু চার বছরের ব্যবধানে সব ওলটপালট হয়ে গেল। ২০২০ সালের ৩১ মে এক্কেবারে ঘরোয়া পরিবেশে অন্তঃসত্ত্বা নাতাশাকে বিয়ে করেছিলেন হার্দিক। তার দু’মাস পর জন্ম হয় তাঁদের ছেলে অগস্ত্যর। এরপর ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদয়পুরে ধুমধাম করে দু’টি রীতিতে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। তাঁদের বিয়ে হয়েছিল মহাধুমধাম করে। ছেলে অগস্ত্যও মা-বাবার সঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছিল সেই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু হার্দিক-নাতাশার কপালে একসঙ্গে ঘর করা লেখা ছিল না। তাই ভাঙল তাঁদের সুখের সংসার।
নিজেদের বিচ্ছেদের খবর জানাতে গিয়ে ইনস্টাগ্রামে হার্দিক এবং নাতাশা একই বিবৃতি শেয়ার করেছেন। যেখানে হার্দিক লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি এবং নাতাশা আলাদা হয়ে যাচ্ছি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। আমরা পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভালো। আমাদের জন্য এই সিদ্ধান্তটা বেশ কঠিন। পরিবার বাড়তেই যে সম্মান, ভালোবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ আমাদের জন্য মোটেও সহজ ছিল না।’
হার্দিক-নাতাশার সন্তানের ভবিষ্যৎ তা হলে কি? হার্দিক তাঁর ইন্সটা পোস্টে সেই সম্পর্কেও লেখেন। ছেলে অগস্ত্য মা-বাবা দু’জনের ভালোবাসাই পাবে। হার্দিক লেখেন, ‘আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে ভীষণ স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা সকলে ধন্য। তাই দু’জনে মিলেই আমরা ওকে বড় করে তুলব। ওর খুশির জন্য যা করা দরকার, আমরা সবটাই দেব। এই কঠিন সময়ে সকলের কাছে একটাই অনুরোধ কিছু জিনিস ব্যক্তিগত রাখতে দিন। ধন্যবাদান্তে, হার্দিক ও নাতাশা।’