FACT CHECK: বিচ্ছেদে সিলমোহর, নাতাশাকে সম্পত্তি দিয়ে সত্যিই কি পথে বসবেন হার্দিক? - Bengali News | Hardik Pandya Going To Give Up 70 Percent Of His 91 Crore Net Worth Following Divorce With Natasa Stankovic, FACT CHECK - 24 Ghanta Bangla News

FACT CHECK: বিচ্ছেদে সিলমোহর, নাতাশাকে সম্পত্তি দিয়ে সত্যিই কি পথে বসবেন হার্দিক? – Bengali News | Hardik Pandya Going To Give Up 70 Percent Of His 91 Crore Net Worth Following Divorce With Natasa Stankovic, FACT CHECK

0

বিচ্ছেদে সিলমোহর, নাতাশাকে সম্পত্তি দিয়ে সত্যিই কি পথে বসবেন হার্দিক? Image Credit source: Hardik Pandya X

কলকাতা: বিশ্বজয়ের হিরো হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বৃহস্পতিবার গভীর রাতে কার্যত বোমা ফাটিয়েছেন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচের ডিভোর্স হতে চলেছে। মাঝে তো এও জানা গিয়েছিল, তাঁরা আলাদা থাকছেন। এ বছরের আইপিএল হার্দিকের খারাপ কাটার পর পাশে দেখা যায়নি নাতাশাকে। তেমনই হার্দিক বিশ্বকাপ জেতার পরও নাতাশা ছিলেন না তাঁর সঙ্গে। এই সকল ঘটনা যত বাড়তে থাকে, নানান গুঞ্জনও ছড়াতে থাকে। এ বার আর অবশ্য গুঞ্জন নয়। সব জল্পনার ইতি। ইন্সটাগ্রামে হার্দিক-নাতাশা বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন। এর আগে শোনা গিয়েছিল তাঁদের ডিভোর্স হলে হার্দিককে তাঁর সম্পত্তির ৭০ শতাংশ দিতে হবে নাতাশাকে। সত্যিই কি তাই?

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, নাতাশার সঙ্গে হার্দিকের বিচ্ছেদ হলেই ভারতীয় অলরাউন্ডারের সম্পত্তির প্রায় ৭০ শতাংশ পাবেন নাতাশা ও তাঁদের ছেলে অগস্ত্য। সেই সময় নাতাশার ইন্সটাগ্রামে লিখেছিলেন, “খুব শীঘ্রই কাউকে পথে বসতে হবে।” নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করতে ভুল করেননি। অনেকেই ধরে নিয়েছিলেন নাতাশার সঙ্গে বিচ্ছেদ হলে হার্দিককে তাঁর সম্পত্তির ৭০ শতাংশ দিতে হবে। এবং তাঁকে পথে বসতে হবে। সার্বিয়ান সুন্দরী যেন তারই ইঙ্গিত দিয়েছিলেন।

হার্দিক-নাতাশার বিচ্ছেদ যেহেতু হয়ে গিয়েছে, তাই আবার চর্চা শুরু হয়েছে ভারতীয় অলরাউন্ডারের সম্পত্তি নিয়ে। এর আগে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির ৫০ শতাংশ নিজের মায়ের নামে রয়েছে। কারণ ভবিষ্যতে তিনি তাঁর সম্পত্তির ৫০ শতাংশ কাউকে দিতে চান না। এখনও অবধি তাই এ খবরে সিলমোহর পড়েনি যে, নাতাশাকে নিজের সম্পত্তির ৭০ শতাংশ দিচ্ছেন হার্দিক। নিয়ম অনুযায়ী, বিচ্ছেদের পর হার্দিককে কিছু টাকা খোরপোশ হিসেবে নাতাশাকে দেওয়ার কথা। কিন্তু তার পরিমাণ কতটা হবে তা এখনও প্রকাশ্যে আসেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *