Sonarpur: 'কীর্তিমান' জামাল! এবার নাম জড়াল খুনের ঘটনায় - Bengali News | Murder: Jamaluddin Sardar Accused To Murder One Man on 2021 - 24 Ghanta Bangla News

Sonarpur: ‘কীর্তিমান’ জামাল! এবার নাম জড়াল খুনের ঘটনায় – Bengali News | Murder: Jamaluddin Sardar Accused To Murder One Man on 2021

0

ভোট পরবর্তী হিংসায় নাম জড়ালো জামালের
Image Credit source: Tv9 Bangla

সোনারপুর: কখনও লোহার শিকল দিয়ে মার। কখনও শিকলে উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর। সোনারপুরের জামালউদ্দিন সর্দারের কাছ থেকে রেহাই পাননি পুরুষ থেকে মহিলা কেউই। গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে একের পর এক। এবার আরও বিস্ফোরক অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল হারান অধিকারী নামে এক ব্যক্তির। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে মৃত্যু হয় হারানের। সেই হত্যার নাকি মূল মাথাই ছিল এই জামাল।

হারানের পরিবার সূত্রে খবর, তাঁর মৃত্যুর পর কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময় গ্রেফতার হয়েছিল জামালও। ঘটনাস্থলে জামাল থাকার কোনও প্রমাণ তদন্তকারীদের হাতে না আসায় দু’মাস পরেই মুক্তি পায় সে। জামিনে এখন বাইরে আছে। যদিও হারানের পরিবারের দাবি জামালের উপস্থিতিতেই বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। জামালের নির্দেশেই মারধর এবং তারপর মৃত্যুর ঘটনা ঘটে। হারানের মৃত্যু পর তাঁর স্ত্রী ও ছেলে দীপ মামার বাড়িতে থাকেন। পড়াশোনার পাশাপাশি দিন মজুরের কাজ করে সে। সেই দীপ এখন বাবার ‘হত্যাকারীর’ কড়া শাস্তি দাবি করছে। হারানের দাদা বলেন, “ভোট গণনার দিন তৃণমূলের গুণ্ডাবাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। জামাল ছিল সেই সময়। ওই আসল অভিযুক্ত। ওকে বাড়ি থেকে তুলে গিয়ে খুন করেছে।”

বর্তমানে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যদিও পলাতক সে। এ দিকে, স্থানীয় বাসিন্দারা তাকে তৃণমূল বলে দাগিয়ে দিলেও অভিযোগ অস্বীকার করেছে এলাকার বিধায়ক লাভলী মৈত্র। তিনি পরিষ্কার জানিয়েছেন, কোনও দলীয় পদে বা প্রশাসনিক পদে এই ব্যক্তি নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x