'হ্যাঁ, আমরা আলাদা হচ্ছি ', রাত বাড়তেই হার্দিকের বোমা! ওদিকে নাতাশা... - Bengali News | Hardik Pandya confirms divorce with Natasa Stankovic in an Instagram post, reveals reason behind parting ways - 24 Ghanta Bangla News

‘হ্যাঁ, আমরা আলাদা হচ্ছি ‘, রাত বাড়তেই হার্দিকের বোমা! ওদিকে নাতাশা… – Bengali News | Hardik Pandya confirms divorce with Natasa Stankovic in an Instagram post, reveals reason behind parting ways

0

এমনটা যে হবে সে গুঞ্জন এত দিন ঘুরে বেড়াচ্ছিল বাইশ গজ আর সিনেপাড়ার অন্দরে। তবে অফিসিয়াল বিবৃতি না আসার কারণে এই নিয়ে জোর গলায় কেউই কিছু বলতে পারছিলেন না। অবশেষে জল্পনার ইতি। বৃহস্পতিবার রাত গভীর হতেই ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া স্বীকার করেই নাতাশার সঙ্গে ঘর ভাঙছে তাঁর।

ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা (স্তানকোভিচ) আলাদা হচ্ছি। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম এই সম্পর্ককে টিকিয়ে রাখার। পারিনি। তাই যা হয়েছে সেটাই আমাদের জন্য ভাল। আমাদের জন্য এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত। পরিবার বাড়তেই যে সম্মান, ভালবাসা নিয়ে বেড়ে উঠছিলাম সেই সব মাথায় রেখে এই কাজ মোটেও সহজ ছিল না।”

এখানেই থামেননি তিনি। হার্দিক আরও লেখেন, “আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে খুবই স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। তাই দু’জনে মিলেই ওর প্রতিপালন করব। ওর খুশির জন্য যা দরকার সবটাই দেব এই কঠিন সময়ে সবার কাছে একটাই অনুরোধ কিছু জিনিস ব্যক্তিগত রাহতে দিন। ধন্যবাদান্তে, হার্দিক ও নাতাশা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x