কড়া সুপ্রিম নির্দেশ, এবার NEET-UG-র সব পরীক্ষার্থীর ফল আসবে প্রকাশ্যে! – Bengali News | NEET UG Results: Supreme Court Directs NTA To Publish Results Of All Candidates by Saturday
নয়া দিল্লি: আগামী শনিবারের মধ্যেই নিট-ইউজি (NEET-UG) ২০২৪ সালের পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীর ফল প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই), ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, প্রার্থীদের পরিচয় গোপন রেখে, শনিবার দুপুর ১২টার মধ্যে সমস্ত প্রার্থীদের ফলাফল, শহর-ভিত্তিক এবং কেন্দ্র-ভিত্তিক আকারে এনটিএ-র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নিট-ইউডি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে এক গুচ্ছ আবেদনের শুনানিতে এদিন এই নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামি সোমবার।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।