High Cholesterol: টেস্ট না করালেও এবার ধরা পড়বে কোলেস্টেরল, শুধু এড়িয়ে যাবেন না এই ৪ লক্ষণ

আধুনিক জীবনযাপন কিন্তু রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সবচেয়ে বেশি যে শারীরিক সমস্যা ভাবিয়ে তুলছে, তা হল উচ্চ কোলেস্টেরল। এখান থেকেই তো বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বোঝার জন্য রক্ত পরীক্ষা করাতেই হয়। তবেই বোঝা যায় কোলেস্টেরলের মাত্রা কতটা বেড়েছে এবং আপনি ওষুধ ও ডায়েট কেমন হবে।
যেহেতু রক্ত পরীক্ষা না করালে উচ্চ কোলেস্টেরল ধরা পড়ে না, এতে সমস্যায় পড়তে হয় অনেকেই। বেশিরভাগ সময়ই রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, অথচ কেউ টের পান না। এখানেই বাড়ে বিপদ।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে তার কিছু উপসর্গও দেখা দেয় শরীরে। সেগুলো জানা থাকলে বাড়াবাড়ি হওয়ার আগে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। আপনিও জেনে রাখুন কোলেস্টেরলের এই ৪ সাধারণ উপসর্গ।
কায়িক পরিশ্রম করলে কিংবা কোনও উদ্বেগ তৈরি হলে হৃদস্পন্দনের হাড় বেড়ে যায়। কিন্তু কোনও কারণ ছাড়াই যদি হার্টবিট বেড়ে যায়, তাহলে সাবধান। লিপিড প্রোফাইল পরীক্ষা করান।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে তার উপসর্গ চোখে দেখা দেয়। চোখের মণির চারপাশে ধূসর রঙের গোল দাগ দেখা যায়। এটা চোখের কোনও সমস্যা নয়। বরং, এর পিছনে কোলেস্টেরলই দায়ী।
কোলেস্টেরলের সবচেয়ে কমন লক্ষণ হল চোখের নীচে কিংবা পাতার উপরে সাদা বা হলদেটে ফোলা অংশ। এর কোনও ব্যথা থাকে না। দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়লে এই উপসর্গ দেখা দেয়। কোলেস্টেরল কমলেও এই দাগ কমে না।
দীর্ঘক্ষণ ল্যাপটপে বসে কাজ করলে ঘাড় বা কাঁধে যন্ত্রণা হয়। কিন্তু কোনও কারণ ছাড়া মাথার পিছনে ও ঘাড়ে যন্ত্রণা হওয়াটা স্বাভাবিক নয়। ধমনীতে কোলেস্টেরল জমতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। তখনই এমন সমস্যা দেখা দেয়।