Supreme Court: স্বামী থাকতেও ফের বিয়ে, জেলে যেতে হচ্ছে দম্পতিকে, সেখানেও রয়েছে টুইস্ট - Bengali News | Supreme Court sentenced a woman and her second husband to six months in jail each for committing bigamy - 24 Ghanta Bangla News

Supreme Court: স্বামী থাকতেও ফের বিয়ে, জেলে যেতে হচ্ছে দম্পতিকে, সেখানেও রয়েছে টুইস্ট – Bengali News | Supreme Court sentenced a woman and her second husband to six months in jail each for committing bigamy

0

নয়াদিল্লি: প্রথম স্বামীর সঙ্গে তখনও বিচ্ছেদ হয়নি। পারিবারিক আদালতে চলছে বিচ্ছেদের মামলা। তার মধ্যে দ্বিতীয় বিয়ে করে নেন এক মহিলা। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলার প্রথম স্বামী। সেই মামলায় ওই মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে ৬ মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ। তবে ওই দম্পতির ৬ বছরের সন্তানের কথা ভেবে তাঁদের একসঙ্গে জেলে না পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

ওই মহিলার প্রথম স্বামীর অভিযোগ, তাঁর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করেন তাঁর স্ত্রী। পারিবারিক আদালতে তাঁদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তির আগে দ্বিতীয় বিয়ে করে নেন মহিলা। এর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানান মহিলার প্রথম স্বামী। মাদ্রাজ হাইকোর্ট মাত্র একদিনের সাজা দিয়ে মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে মুক্ত করার নির্দেশ দেন।

এই খবরটিও পড়ুন

মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহিলার প্রথম স্বামী। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলে, বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে সমাজের উপর প্রভাব ফেলবে। এভাবে তাঁদের সামান্য সাজা দিয়ে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তারপরই ওই দম্পতিকে ৬ মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতিরা। কিন্তু, ওই দম্পতির ৬ বছরের সন্তান থাকায় কারাদণ্ডের বিষয় নিয়ে বেঞ্চ জানায়, এমনভাবে ওই দম্পতিকে জেলে পাঠাতে হবে, যাতে অন্তত একজনের সান্নিধ্য পেতে পারে শিশুটি। তারপরই বিচারপতিরা জানান, প্রথম ৬ মাস জেলে থাকবেন ওই মহিলার দ্বিতীয় স্বামী। তাঁর সাজার মেয়াদ শেষ হলে জেলে যাবেন মহিলা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই রায়কে নজির হিসেবে দেখা ঠিক হবে না। বিশেষ ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x