মা হচ্ছেন না ক্যাটরিনা! স্ত্রীকে নিয়ে এ কোন সত্যি সামনে আনলেন ভিকি? - Bengali News | Vicky kaushal opens up on katrina kaif Pregnency issue - 24 Ghanta Bangla News

মা হচ্ছেন না ক্যাটরিনা! স্ত্রীকে নিয়ে এ কোন সত্যি সামনে আনলেন ভিকি? – Bengali News | Vicky kaushal opens up on katrina kaif Pregnency issue

0

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। কারণ একটাই, তিনি নাকি মা হতে চলেছেন। কখনও ঢিলেঢালা পোশাকে, কখনও আবার লং কোটে বিমানবন্দরে ফ্রেমবন্দি হতে দেখা যায় ভিকি কৌশলের ঘরণীকে। আর তবে থেকেই ছড়িয়ে এক সুখবর। মা হতে চলেছেন তিনি। বেবিবাম্প লুকতেই নাকি লন্ডনে গিয়ে বাস করছেন ভিকি কৌশলের স্ত্রী। যদিও ক্যাটরিনা কইফ কিংবা ভিকি কৌশল এই প্রসঙ্গে কোনও খবরই ভক্তদের সম্মুখে আনেননি। যদিও নেটিজেনদের মুখ বন্ধ রাখা যে খুব সহজ কাজ নয়, তা কম বেশি সকলেরই জানা। তাই এই খবরের সত্যতা খুঁজতে একের পর এক ছবি প্রকাশ্যে আনছিলেন তাঁরা। তবে এবার সব জল্পনায় জল ঢাললেন অভিনেতা।

দিল্লির বুকে ছবির প্রচারে গিয়ে এই প্রসঙ্গে মুখ খোলেননি তিনি। এক সাংবাদিক তাঁকে প্রকাশ্যে প্রশ্ন করেন, ক্যাটরিনা কি সত্যি অন্তঃসত্ত্বা? অভিনেতা বলেন, ‘আমরা সত্যি খুব গর্বের সঙ্গে এই খবর জানাব, যখন তা ঘটবে। তবে তার আগে পর্যন্ত এর কোনও সত্যতা নেই। শুধুই জল্পনা।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ বরাবরই সকলের নজরের আড়ালেই থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে পছন্দ করেন না তাঁরা। সেই জুটিকে নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় নানাজনের নানামত বর্তমান। তবে কোনও জল্পনাতেই খুব একটা নজর দেন না তাঁরা। বর্তমানে ক্যাটরিনা লন্ডনেই বেশিটা সময় কাটাচ্ছেন। যদিও সদ্য ফিরেছেন দেশে। এখন ভিকির সঙ্গে কিছুটা সময় কাটানো। সে কথা প্রকাশ্যে বলেওছেন ভিকি। তাঁর কথায়, ‘ছবির কাজ শেষ হয়েছে, এখন নিজেরা কিছুটা সময় কাটাতে চাই…।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x