বাংলার 'যশরত' অম্বানির রিসেপশনে, কেমন সাজলেন ওঁরা? রইল দারুণ ছবি - Bengali News | Yash nusrat jahan at ambani wedding, check out their looks - 24 Ghanta Bangla News

বাংলার ‘যশরত’ অম্বানির রিসেপশনে, কেমন সাজলেন ওঁরা? রইল দারুণ ছবি – Bengali News | Yash nusrat jahan at ambani wedding, check out their looks

0

রবিবার সকালেই তাঁদের দেখা গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। হাতে হাত ধরে তাঁরা উড়ে গিয়েছিলেন মুম্বই। কথা হচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের। উপলক্ষ ছিল অম্বানিদের রিসেপশনে যোগদান। অম্বানিদের অনুষ্ঠানে জাঁকজমক ইতিমধ্যেই দেখে ফেলেছেন তামাম বিশ্ব। বাংলার হাতেগোনা কয়েকজন আমন্ত্রিত। এঁদের মধ্যে এই হট অ্যান্ড হ্যাপেনিং জুটি কী পরবেন তা নিয়ে জল্পনা ছিল সব মহলেই। অবশেষে সামনে এল ছবি। অম্বানির ছেলের রিসেপশনের অনুষ্ঠানে কী পরলেন তাঁরা?

নুসরত বেছে নিলেন ঝলমলে লেহেঙ্গা। অন্যদিকে কালো স্যুটে কম যান না যশও। পাপারাৎজির সামনে দাঁড়িয়ে পোজও দিলেন সেই জুটি। দু’জনকে একসঙ্গে লাগছিল দারুণ। রইল সেই ছবিই…

বাংলা থেকে আমন্ত্রিতের সংখ্যা খুব একটা বেশি নয়। আমন্ত্রণ পেয়েছেন রাইমা সেন, সন্দীপ্তা সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়সহ হাতে গোনা কয়েকজন। আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরীও। এঁদের মধ্যে সন্দীপ্তা যাবেন না ওই অনুষ্ঠানে, জানিয়েছেন আগে থেকেই কাজ ছিল তাঁর। অন্যদিকে যাবেন না টোটাও। তাঁর নিকটাত্মীয় অসুস্থ। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন টোটা। বলিউডে ইতিমধ্যেই নিজের অল্পবিস্তর পরিচিত বানিয়ে ফেলেছেন যশ। নুসরত এখনও খাতা না খুললেও চেষ্টা যে চলছে তা কান পাতলেই শোনা যায়। হাইপ্রোফাইল এই হাইবাজেট পার্টি কি কেরিয়ারেও প্রভাব ফেলতে পারে তাঁদের? সে উত্তর অবশ্য লুকিয়ে আছে সময়ের হাতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x