হৃত্বিককে হারালেন তাঁর মা, ছেলে নয়, জিমে ভিডিয়ো ভাইরাল জননীর - Bengali News | Hrithik roshan's mother pinky roshan sets internet on fire - 24 Ghanta Bangla News

হৃত্বিককে হারালেন তাঁর মা, ছেলে নয়, জিমে ভিডিয়ো ভাইরাল জননীর – Bengali News | Hrithik roshan’s mother pinky roshan sets internet on fire

0

হৃত্বিক রোশনকে এককথায় বলিউডের গ্রিক গড বলা হয়। তাঁর সুঠাম চেহারা, ক’টা চোখ, দুর্ধর্ষ চাউনি বছরের পর-বছর ঘায়েল করছে জনতাকে। তাঁর পিতা অভিনেতা-পরিচালক রাকেশ রোশন এক সময়কার সুদর্শন অভিনেতা। মায়ের রূপও কিছু কম নয়। হৃত্বিকের মা পিঙ্কি রোশন সম্প্রতি কাঁপিয়ে দিচ্ছেন নেট-মাধ্যম। পিঙ্কির জিমের নানা ছবি এখন ভাইরাল।

ছেলে গ্রিক গডের মতো দেখতে। কোনও অংশে কম যান না তাঁর মা-ও। নিয়ত পুত্রের সঙ্গে জিমে এক্সারসাইজ় করেন পিঙ্কি। এবার সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সকলের মত, “কী দারুণ দেখতে পিঙ্কিকে। আর হবে না-ই বা কেন, তিনি যে হৃত্বিকের মা।”

কেবল তাই নয়, পিঙ্কি রোশনের ফিটনেস বাহবা কুড়িয়েছে বহু নেটিজ়েনের। অনেকে ছেলের সঙ্গে তুলনা করেছেন তাঁর। তাঁদের বক্তব্য, “পুত্র হৃত্বিকের থেকেও বেশি ফিট তাঁর মা। এমন সুন্দর এক্সারসাইজ় করছেন দেখুন। তাঁর থেকেই হয়তো ছেলে এক্সারসাইজ় করার অনুপ্রেরণা পান।”

এই খবরটিও পড়ুন

মা পিঙ্কির খুবই কাছের মানুষ হৃত্বিক রোশন। তাঁর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। একটু ফাঁকা সময় পেলেই মায়ের সঙ্গে সময় কাটান হৃত্বিক। একটি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “আজকে আমার ছুটির দিন। কোনও কাজ নেই। মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। আপনারাও সকলে মায়ের সঙ্গে সময় কাটান। দেখবেন ভাল লাগবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x