রাহার জন্য এই অভ্যাস গ্রহণ রণবীর-আলিয়ার, বই ছাড়া চলছে না তারকা দম্পতির - Bengali News | This is what alia bhatt and Ranbir Kapoor does for their daughter raha Kapoor - 24 Ghanta Bangla News

রাহার জন্য এই অভ্যাস গ্রহণ রণবীর-আলিয়ার, বই ছাড়া চলছে না তারকা দম্পতির – Bengali News | This is what alia bhatt and Ranbir Kapoor does for their daughter raha Kapoor

0

ছোট্ট রাহার এক দারুণ অভ্যাস তৈরি হয়েছে। সে নাকি বই নিয়ে নাড়াচাড়া করতে ভীষণ ভালবাসে। কন্যার এই অভ্যাস দেখে অভিভূত আলিয়া-রণবীর। তাঁরাও নাকি বই পড়ার অভ্যাস তৈরি করেছেন। বোঝাই যাচ্ছে, ধীরে-ধীরে বাবা-মাকে ‘বইপোকা’ তৈরি করছে পুচকে রাহা। তার নানা কীর্তি বাড়িতে সকলকে মাতিয়ে রাখছে।

রাহার জন্মের পর বাড়িতে হাজার আলো জ্বলে উঠেছে। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় প্রেম শুরু এই দুই তারকার। তারপর দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক মাস পরই সুখবর দিয়েছিলেন আলিয়া। সেই বছরই নভেম্বর মাসের ৬ তারিখ আলিয়ার কোল আলো করে জন্ম নেয় রাহা।

মেয়েকে ১৩ মাস লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন আলিয়া। ২০২৩ সালের ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ বড়দিনে কন্যাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তারকা-দম্পতি। তাকে দেখে মুগ্ধ হয়ে ওঠেন নেটিজ়েনরা। আলিয়ার নীল চোখ দেখে অনেকেই তাকে রণবীরের ঠাকুরদা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক রাজ কাপুরের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুরদা ঋষি কাপুরের চেহারার সঙ্গেও অনেকে রাহার মিল খুঁজে পেয়েছেন।

এই খবরটিও পড়ুন

এই রাহার নামকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে অতীতে। তার ঠাকুমা, তথা রণবীরের মা অভিনেত্রী নিতু সিং বলেই দিয়েছেন, রাহাকে দেখলে ‘রাহাত’ মেলে। অর্থাৎ, শান্তি। পরিচালক-প্রযোজক করণ জোহর বলেছেন যে, রাহা AI জেনারেটেড বাচ্চা। এতটাই মিষ্টি সে।

সেই রাহার শখ-আহ্লাদের তালিকায় রয়েছে বইপ্রীতিও। ফলে সেই অভ্যাস গ্রহণ করতে হয়েছে তার বাবা-মাকেও। আলিয়া-রণবীর এখন নিয়ম করে বই পড়ছেন এবং গল্প শোনাচ্ছেন রাহাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x