বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব! ঐশ্বর্যাকে দেখেই ছুটে এলেন রেখা, তারপর... - Bengali News | Rekha and aishwarya rai bachchan got united in ambani wedding check ou the viral video - 24 Ghanta Bangla News

বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব! ঐশ্বর্যাকে দেখেই ছুটে এলেন রেখা, তারপর… – Bengali News | Rekha and aishwarya rai bachchan got united in ambani wedding check ou the viral video

0

ঐশ্বর্যাকে দেখেই ছুটে এলেন রেখা

ব্যাপারটা সবারই চোখে লেগেছে। গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকেই সামাজিক মাধ্যমে সকলের একটাই প্রশ্ন, ‘তবে কি গুঞ্জনই সত্যি?” অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল হাইপ্রোফাইল বিয়েতে স্বপরিবারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। স্ত্রী জয়া বচ্চন থেকে শুরু করে স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন মেয়ে শ্বেতা বচ্চনন হাজির ছিলেন সকলেই। সেই সুন্দর ফ্যামিলি-ফ্রেমে কোথাও দেখা যায়নি বচ্চন-বহু ঐশ্বর্যা রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনকে। এ নিয়েই যখন শরগরম ‘বাজার’ ঠিক তখনই একটা ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োটি এমন তিনজন মানুষের যাদের সঙ্গে বচ্চন পরিবারের রয়েছে এক নিবিড় যোগ। তাঁরা আর কেউ নন, ঐশ্বর্যা রাই বচ্চন, মেয়ে আরাধ্যা বচ্চন ও এভারগ্রীন বিউটি রেখার।

বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে, তাতে কী? ঐশ্বর্যাকে দেখতে পেয়েই ছুটে এলেন রেখা। দু’জনের পোশাকেও ছিল বেশ মিল। ঐশ্বর্যাকে দেখতে পেয়েই জাপটে ধরলেন তিনি। খেলেন চুমুও। ভিডিয়োর ক্লাইম্যাক্স এখানেই নয়। সঙ্গে ছিলেন আরাধ্যা বচ্চনও। ওই একরত্তিকেও পরম মায়ায় জড়িয়ে ধরতে দেখা গেল তাঁকে। শুধু কি তাই? পাল্টা ভালবাসা ফিরিয়ে দিলেন আরাধ্যাও। প্রিয় ‘রেখাজি’র গালেও এঁকে দিলেন শ্রদ্ধার চুমু। এই ভিডিয়ো মন ছুঁয়েছে নেটিজেনদের। অনেকে অবশ্য ফেলেছেন দীর্ঘশ্বাসও। অনেকেই আবার হয়ে পড়েছেন নস্টালজিকও। তাঁদের একটাই বক্তব্য, “গল্পটা তো অন্যরকম হলেও পারত।”

বিগত এক বছর ধরেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে ঐশ্বর্যার। এও শোনা যাচ্ছে, মেয়েকে নিয়ে এখন শ্বশুরবাড়িতে থেকে আলাদা থাকছেন তিনি। এতদিন এ সবকে গুজব তকমা দেওয়া হলেও অম্বানির বিয়ের অনুষ্ঠান যেন অনেক গুঞ্জনেই দিল শিলমোহর। অফিসিয়াল বিবৃতিকে এখন তবে সময়ের অপেক্ষা?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x