অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনই কি তবে সত্যি? আম্বানিদের বিয়েতে আলাদা-আলাদা ছিলেন ঐশ্বর্য-অভিষেক… – Bengali News | Aishwarya Rai Bachchan and Aradhya Bachchan did not accompany the Bachchan Family at the ambani’s wedding

মাস খানেক আগে, জামনগরে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে বাবা-মা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেই গিয়েছিল আরাধ্যা। তার লুক দেখে সকলে অবাক হয়েছিলেন। কী ভীষণ সুন্দর দেখতে লাগছিল আরাধ্যাকে। বাবা-মায়ের মাঝে বসেই রিহানার পারফরম্যান্স উপভোগ করেছিল আরাধ্যা। কিন্তু বিয়েতে তাকে এক্কেবারে আলাদা দেখা গেল মা ঐশ্বর্যর সঙ্গে। আজ্ঞে, ঠিক ধরেছেন, বচ্চন পরিবারের সঙ্গে বিয়েবাড়িতে যাননি ঐশ্বর্য-আরাধ্যা। এই ঘটনার কারণে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন আরও জোড়ালো হচ্ছে। অনেকেরই মনে হচ্ছে, এবার তাঁদের ছাড়াছাড়ি নিশ্চিত।
১২ জুলাই, শুক্রবার, মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সম্পন্ন হয় অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। সেখানে হাজির ছিল গোটা বলিউড। হাজির ছিল গোটা বচ্চন পরিবার। অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, নব্যা এবং অগস্ত্য একসঙ্গে গিয়েছিলেন বিয়েবাড়িতে। পাপারাৎজ়িদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তাঁরা। কিন্তু তাঁদের সেই ফ্রেমে ছিলেন না ঐশ্বর্য কিংবা আরাধ্যা। মা-মেয়ে আলাদা গিয়েছিলেন। বচ্চনদের সঙ্গে দেখাই যায়নি তাঁদের। এমনকী, বচ্চন পরিবারের সঙ্গে বসতেও দেখা যায়নি মা-মেয়েকে। তাঁরা আলাদা গিয়েছিলেন এবং বসেওছিলেন বচ্চন পরিবারের থেকে আলাদা হয়ে। ঐশ্বর্য-আরাধ্যা বিয়েবাড়িতে গিয়ে ছবি তুলেছিলেন রেখার সঙ্গে।
এই ঘটনা অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে ফের উস্কে দিয়েছে। নেটিজ়েনদের মনে ফের প্রশ্ন চাগাড় দিয়েছে, “মেয়ে আরাধ্যার সঙ্গে কেন আলাদা বসলেন ঐশ্বর্য? তা হলে কি বিচ্ছেদ চূড়ান্ত? কেন মেয়ে-বউয়ের থেকে দূরে রয়েছেন অভিষেক?” যত প্রশ্নই উঠুক না কেন, উত্তর মেলেনি…