Mohun Bagan: প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলতে টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান, ভিডিয়োয় রয়েছে চমক - Bengali News | Mohun Bagan Super Giant signs Tom Aldred ahead of ISL new season - 24 Ghanta Bangla News

Mohun Bagan: প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলতে টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান, ভিডিয়োয় রয়েছে চমক – Bengali News | Mohun Bagan Super Giant signs Tom Aldred ahead of ISL new season

0

Mohun Bagan: প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলতে টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান, ভিডিয়োয় রয়েছে চমকImage Credit source: X

কলকাতা: আইএসএলের (ISL) নতুন মরসুমের আগে চমক নিয়ে ফের হাজির মোহনবাগান (Mohun Bagan)। দল ভারী করতে এ বার সবুম-মেরুন নিয়ে হাজির আর এক বিদেশি ফুটবলারকে। গতবার মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এ বার এএফসি কাপেও ভালো পারফর্ম করতে চায় মোহনবাগান। যে কারণে সেরা বিদেশি ফুটবলারে নজর সবুজ-মেরুন শিবিরের। এ বার অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার টম অ্যালড্রেডকে (Tom Aldred) সই করাল বাগান শিবির।

৩৩ বছর বয়সী টম অ্যালড্রেডকে সই করানোর খবর এক ভিডিয়ো শেয়ার করে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। সেখানে উল্লেখ রয়েছে, ‘জর্ডনের বিকল্প হিসেবে এই তারকার দিকে নজর লাল-হলুদের।’ একইসঙ্গে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘টম অ্যালড্রেডকে সই করানোর জন্য কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লড়াইয়ে চলে এসেছে ইস্টবেঙ্গল।’ এরপরই ভিডিয়োতে রয়েছে চমক। টমের বেশ কয়েকটি খেলার ভিডিয়ো দিয়ে শেষে লেখা হয়েছে মোহনবাগানে স্বাগতম।

মোহনবাগানের হেড কোচ মলিনা বলেন, ‘টম অ্যালড্রেড একজন অভিজ্ঞ প্লেয়ার। আমাদের ডিফেন্সকে শক্তিশালী করবে। ওর শারীরিক গঠন ভালো। ও বলপ্রবণ। রক্ষণাত্মকভাবে খুব আক্রমণাত্মক। টম যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’ বাগান শিবিরে যোগ দিয়ে টম বলেন, ‘মোহনবাগানে সই করে দারুণ লাগছে। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাব ভেবে গর্ববোধ হচ্ছে। টিমের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলেছি। এ বার ভারতে খেলব। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এবং আইএসএলে এই দলের হয়ে ভালো পারফর্ম করতে চাই। কলকাতায় গিয়ে সকলের সঙ্গে দেখা করার জন্য এবং ওখানে খেলা শুরু করার জন্য মুখিয়ে রয়েছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x