ক্যানসার আক্রান্ত হিনাকে আগলে রাখছেন তাঁর কলকাতার প্রেমিকই, চেনেন তাঁকে? - Bengali News | He is the ever supporting boyfriend of hina khan - 24 Ghanta Bangla News

ক্যানসার আক্রান্ত হিনাকে আগলে রাখছেন তাঁর কলকাতার প্রেমিকই, চেনেন তাঁকে? – Bengali News | He is the ever supporting boyfriend of hina khan

0

দিন দুই আগে জানা যায় স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় স্টেজ তাঁর। চিকিৎসকদের মতামত, হিনার এখন অ্যাডভান্সড স্টেজ চলছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে এটাও জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং দুশ্চিন্তার কোনও কারণ নেই। ক্যানসারের মতো মরণরোগ যখন শরীরে থাবা বসায়, তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানসিক শান্তির। সেই শান্তি দিতে পারেন কেবল কাছের মানুষরাই। ভাগ্যক্রমে হিনার জীবনেও সে রকম একজন কাছের মানুষ রয়েছেন।

হিনার সঙ্গে ১৩ বছর সম্পর্কে রয়েছেন রকি জয়সওয়াল। কে এই রকি? ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সিটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। কলকাতার ছেলে রকি অল্পদিনের আলাপেই মন জিতে নিয়েছিলেন হিনার। তারপর থেকেই তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে ১৩ বছর সম্পর্কে থাকার পরও, তাঁদের বিয়ে হয়নি। এমনটা শোনা যায়, ভিন্ন ধর্মের কারণেই নাকি বিয়েটা আর হচ্ছে না হিনা-রকির। তবে হিনা বিয়ে সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ে তাঁর কাছে কেবলই নিয়মমাত্র। মনের মিলটাই আসল। এও বলেছিলেন, কেরিয়ারকে প্রাধান্য দিতে গিয়েই বিয়ের পরিকল্পনা পিছিয়েছে তাঁদের। তবে আগামীতে বিয়ে করবেন তাঁরা। হয়তো দু’-তিন বছরের মধ্যেই বিয়েটা হবে। এর মাঝেই এমন মরণরোগ থাবা বসাল হিনার শরীরে। এই কঠিন সময় প্রেমিকার হাত ছাড়েননি রকি। তিনি আগলে রেখেছেন অভিনেত্রীকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x