Virat Kohli: এমন নজির গড়ে 'বিদায়' বিরাট কোহলির, যা নেই মহেন্দ্র সিং ধোনিরও! - Bengali News | Virat Kohli made ICC Trophy History, he created that record which MS Dhoni could not - 24 Ghanta Bangla News

Virat Kohli: এমন নজির গড়ে ‘বিদায়’ বিরাট কোহলির, যা নেই মহেন্দ্র সিং ধোনিরও! – Bengali News | Virat Kohli made ICC Trophy History, he created that record which MS Dhoni could not

0

এমন নজির গড়ে ‘বিদায়’ বিরাট কোহলির, যা নেই মহেন্দ্র সিং ধোনিরও!Image Credit source: X

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এ বার গর্ব করে বলতে পারবেন, এক বৃত্ত অবশেষে সম্পূর্ণ। শুরুটা হয়েছিল ২০০৮ সালে। তাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। তার ঠিক এক বছর আগে ভারত প্রথম টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিল। ওই সময় ভারতীয় টিমে বিরাট কোহলির এন্ট্রি হয়নি। দেখতে দেখতে বছর কেটেছে, বিরাট কোহলির ঝুলি এক এক রেকর্ডে ভরেছে। কোনও কোনও সময় কোহলির রেকর্ডের ঝুলি উপচেও পড়েছে। ২২ গজে তিনি এক এক চোখ ধাঁধানো ইনিংস উপহার দিয়েছেন। বার্বাডোজে বিরাটের ব্যাটে বিশ্বকাপ ফাইনালে বড় রান এসেছিল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় বিরাট কোহলি এমন এক রেকর্ড গড়েছেন, যা নেই মহেন্দ্র সিং ধোনিরও। জানেন তা কী?

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিং কোহলি। অবশ্য বাকি ২ ফর্ম্যাটে কোহলি খেলা চালিয়ে যাবেন। কুড়ি-বিশের ক্রিকেটে এমন নজির গড়ে অবসর নিয়েছেন কোহলি, যা নেই মহেন্দ্র সিং ধোনিরও। কী সেই রেকর্ড? প্রথম এবং একমাত্র এশিয়ান প্লেয়ার হিসেবে বিরাট কোহলি আইসিসির ৪টি ট্রফি জিতেছেন। বিরাট কোহলি ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় টিমের সদস্যও বিরাট। বাকি ছিল টি-২০ বিশ্বকাপ ট্রফি। এ বার সেটিও ঝুলিতে ভরেছেন কোহলি।

বিরাট কোহলির কাছে সুযোগ থাকবে আগামী আরও দু’বার আইসিসি ট্রফি জেতার। এক, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই, ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ট্রফি। এই দু’টো ট্রফি জিততে পারলে হাফ ডজন আইসিসি ট্রফির মালিক হয়ে ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে পারবেন কিং কোহলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x