Team India: টি-২০ ক্রিকেটে রোহিতের মসনদে কে, এগিয়ে হার্দিক; দৌড়ে আর কারা? – Bengali News | Who will India’s T20 captain after Rohit Sharma retirement, Jay Shah namedrops Hardik Pandya in reply to next IND captain query
Team India: টি-২০ ক্রিকেটে রোহিতের মসনদে কে, এগিয়ে হার্দিক; দৌড়ে আর কারা?
Image Credit source: X
কলকাতা: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন রোহিত শর্মা (Rohit Sharma) প্রাক্তন ভারত অধিনায়ক। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পরই এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন হিটম্যান। এ বার প্রশ্ন হল দেশের হয়ে টি-২০ ক্রিকেটে তাঁর মসনদে বসবেন কে? দৌড়ে এগিয়ে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pamdya)। যিনি এ বারের বিশ্বকাপে শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে ভারতের বিশ্বজয়ের হিরো হয়ে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন আর কারা? বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
রোহিত শর্মা দেশের হয়ে টি-২০ ক্রিকেটে আর খেলবেন না। এ কথা বলার পর থেকে টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন হবেন কে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন— শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরারা। তাঁদের মধ্যে শুভমন গিল তো কয়েক দিনের মধ্যে জিম্বাবোয়ে যাচ্ছেন ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন হয়ে। জিম্বাবোয়ে সফরে গিয়ে গিল যদি নজর কাড়তে পারেন, ক্যাপ্টেন হিসেবে সফল হতে পারেন, তা হলে ভারতের পরবর্তী টি-২০ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে হার্দিককে টক্কর দিতে পারবেন।
ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে প্রশ্ন করা হয় দেশের পরবর্তী টি-২০ ক্যাপ্টেন হবেন কে? এই প্রশ্নের উত্তরে জয় শাহ বলেন, ‘ক্যাপ্টেন কে হবে, তা ঠিক করবেন নির্বাচকরা। এবং আমরা তাঁদের সঙ্গে আলোচনার পর সেই নাম ঘোষণা করব। আপনারা হার্দিকের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, ওর ফর্ম নিয়েও অনেক প্রশ্ন ছিল। কিন্তু আমরা ও নির্বাচকরা ওর উপর বিশ্বাস রেখেছিলাম। এবং ও নিজেকে প্রমাণ করেছে।’ জয় শাহর এই কথা থেকেই ক্রিকেট মহলে অনেকে বলাবলি করছেন, তা হলে হয়তো এ বার রোহিতের মসনদে বসতে চলেছেন হার্দিকই।