National Medical: চিকিৎসক দিবসেও ন্যাশনাল মেডিকেলে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে ভাঙা চশমা! – Bengali News | National Medical College Doctors Day Broken Spectacles in statue of Dr Bidhan Chandra Roy

ন্যাশনাল মেডিক্যালে বিধানচন্দ্র রায়ের মূর্তিImage Credit source: TV9 Bangla
কলকাতা: সোমবার সকাল থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। রোগীর পরিজনদের দিক লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। এমনকী লাঠিপেটা করারও অভিযোগ উঠেছে। এসবের মধ্যেই আবার আজ চিকিৎসক দিবসেও ‘অবহেলায়’ ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিধানচন্দ্র রায়ের মূর্তি। যে বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে চিকিৎসক দিবস পালিত হয়, সেই চিকিৎসক দিবসেও ভাঙা অবস্থাতেই পড়ে রইল ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির চশমা।
চশমা ভাঙা মূর্তিতেই চিকিৎসক দিবসে শ্রদ্ধাজ্ঞাপন ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। একদিকে যখন হাসপাতাল চত্বরেই রোগীর পরিজনদের লাঠিপেটার অভিযোগ উঠে আসছে, তখন একইসঙ্গে বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের ক্ষেত্রেও এই ছবি উঠে আসছে সেই ন্যাশনাল মেডিক্যালে।
কিন্তু চিকিৎসক দিবসের দিনেও কেন এইভাবে ভাঙা পড়ে থাকল বিধানচন্দ্র রায়ের মূর্তি? সেদিকে কে কারও খেয়ালই পড়ল না? হাসপাতালের যে চত্বরে এই মূর্তিটি বসানো রয়েছে, তাতে খেয়াল না হওয়ার কোনও কারণ নেই। ন্যাশনাল মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, যেখানে এমএসভিপির কার্যালয় রয়েছে… ঠিক তার নীচেই রয়েছে বিধানচন্দ্র রায়ের এই মূর্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ফলে এমন নয় যে এই মূর্তির প্রতি কারও নজর পড়বে না। কিন্তু বাস্তব চিত্র বলছে, যাঁর জন্মদিবস উপলক্ষ্যে চিকিৎসক দিবস পালিত হয়, সেই বিধানচন্দ্র রায়েরই মূর্তির চশমাই একপ্রকার অবহেলায় পড়ে থাকল। তাও আবার চিকিৎসক দিবসের দিনেই।