RCB, KL Rahul: আরসিবিতে ফিরছেন লোকেশ রাহুল! 'ঘরে ফেরার' আর্জি সমর্থকদের - Bengali News | RCB fans rooting for KL Rahul to leave Lucknow Super Giants and return to Bengaluru franchise for IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

RCB, KL Rahul: আরসিবিতে ফিরছেন লোকেশ রাহুল! ‘ঘরে ফেরার’ আর্জি সমর্থকদের – Bengali News | RCB fans rooting for KL Rahul to leave Lucknow Super Giants and return to Bengaluru franchise for IPL 2025

লোকেশ রাহুল কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরছেন? বহু আগে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। নিজের শহরের টিমে আবারও ফিরতে দেখা যেতে পারে। রাহুলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তেমনই। লখনউ সুপার জায়ান্টসে সাম্প্রতিক ঘটনার জেরেই রাহুলের কাছে আরসিবি সমর্থকরা আর্জি জানিয়েছেন। আগামী মরসুমে রাহুলকে অন্য জার্সিতে দেখা যেতেই পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আরসিবির নেতৃত্বেও কি দেখা যেতে পারে লোকেশ রাহুলকে?

জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অন্যতম সফল অধিনায়ক লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের এক নম্বর প্লেয়ার তিনি। ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ লখনউ ফ্র্যাঞ্চাইজির। লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়। গত দু-মরসুমেই আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এ বারও সম্ভাবনা প্রবল প্লে-অফের। ম্যাচের বাইরের পরিস্থিতি অবশ্য অস্বস্তিতে ফেলেছে লখনউ শিবিরকে।

আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে নামছে লখনউ। এই ম্যাচ জিতলেই প্লে-অফে এক পা এগিয়ে যাবে সুপার জায়ান্টস। আরও এক ম্যাচ বাকি থাকছে তাদের। আপাতত দিল্লি ম্যাচেই নজর। লখনউ শিবিরে নজর লোকেশ রাহুলের দিকে। গত ম্যাচে সানরাইজার্সের কাছে ১০ উইকেটে হারের ক্ষত। ম্যাচ শেষে টিমের কর্ণধারের তিরস্কার। ঋষভ পন্থদের বিরুদ্ধে লোকেশ রাহুল খেলবেন কিনা, এ নিয়েও যেন নানা প্রশ্ন। টিমের তরফে সোশ্যাল মিডিয়াতেও বেশি কিছু পোস্ট করা হচ্ছে না। সানরাইজার্স ম্যাচের আগে অবশ্য পরিস্থিতি এমন ছিল না।

ঘরের ছেলের অসম্মান। বেঙ্গালুরুর সমর্থকরা চাইছেন, লখনউ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে আগামী মরসুমে আরসিবিতে ফিরুন লোকেশ রাহুল। আরসিবির গত হোম ম্যাচে গ্যালারিতে এমন পোস্টারই দেখা গিয়েছে। শুধু তাই নয়, রাহুলকে অধিনায়কত্বের বিকল্পও ভাবছেন বেঙ্গালুরু সমর্থকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *