Jalpaiguri: প্রীতির একারই ক্ষমতা, ৩ মাসের মেয়াদ! রোজ গোটা গ্রামের ছেলেরা ভিড় করছেন তাঁর বাড়িতে! 'মধু' খুঁজে বার করলেন ঘরনীরাই - Bengali News | Jalpaiguri Alleging that she is involved in drug trade, a woman was beaten up by protesting and surrounding her house - 24 Ghanta Bangla News

Jalpaiguri: প্রীতির একারই ক্ষমতা, ৩ মাসের মেয়াদ! রোজ গোটা গ্রামের ছেলেরা ভিড় করছেন তাঁর বাড়িতে! ‘মধু’ খুঁজে বার করলেন ঘরনীরাই – Bengali News | Jalpaiguri Alleging that she is involved in drug trade, a woman was beaten up by protesting and surrounding her house

0

এই প্রীতিকে মারধরেরও অভিযোগ ওঠে Image Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি: মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই অভিযোগ তুলে এক মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ওই মহিলাকে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় তুমুল উত্তেজনা রাজগঞ্জে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। প্রীতি রায় নামে ওই মহিলা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। প্রতিবেশীদের অভিযোগ,  প্রীতি মাস তিনেক হল এই গ্রামে এসেছেন। আর তারপর থেকে মাদক বিক্রি করছেন। আর তার জেরে গ্রামের যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। নেশার কারণেই সম্প্রতি এক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে অভিযোগ।

বুধবার দুপুরে হঠাৎই গ্রামের প্রচুর মহিলা একত্রিত হয়ে প্রীতি রায়ের বাড়িতে চড়াও হন। প্রীতি রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে যায় আমবাড়ি থানার পুলিশ। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রীতি রায়ের বাড়িতে তল্লাশি করলে কোন রকম নেশা সামগ্রী পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে প্রীতি রায়কে জানিয়ে দেওয়া হয় নেশা সামগ্রী যদি বিক্রি করেন, তার প্রমাণ মিললে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x