বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে গেলে কী শর্ত মানতেই হবে শাহরুখকে? সতর্ক করলেন পত্নী অনুষ্কা – Bengali News | Did you know Shahrukh Khan wanted to act in Virat Kohlis biopic

বলিউডের বায়োপিক তৈরির কাজ নতুন কিছু নয়। প্রত্যেক বছরই বায়োপিক তৈরি হয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের বায়োপিক। যেখানে দারুণ অভিনয় করেছেন অভিনেতা রণদীপ হুদা। ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োটিক তৈরির কথা প্রায়সই শোনা যায়। ভারতীয় ক্রিকেটার আরও এক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োটিক তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই। তবে এখনও পর্যন্ত তৈরি হয়নি ভারতীয় ক্রিকেট তারকা অধিনায়ক বিরাট কোহলির বায়োপিক। সেই চরিত্রটিতে নাকি অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন শাহরুখ খান। তা শুনে মজার একটি উত্তর দিয়েছিলেন অনুষ্কা শর্মা।
শুরু থেকে সকলে দেখে এসেছেন বিরাট কোহলির বিশাল বড় দাড়ি। কখনও তা ট্রিম করা থাকে, কখনো তা বাড়ন্ত অবস্থাতেই থাকে। দাড়িটা বিরাটের মুখের একটা অংশ। শাহরুখ খান যখন বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করার কথা প্রকাশ করেন, তখন অনুষ্কা শর্মা হেসে কুটোপাটি খেয়েছিলেন। শাহরুখকে বলেছিলেন, আপনি যদি সত্যি-সত্যি বিরাট কোহলির চরিত্রে অভিনয় করতে চান, তাহলে আপনাকেও দাড়ি রাখতে হবে। শাহরুখকে অধিকাংশ সময়ই ক্লিন সেভ অবস্থা দেখেছেন দর্শক। ফলে বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে হলে দাড়ি নিয়ে ঘুরতে হবে। তা নিয়ে আগেই সতর্ক করে দিয়েছেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা।
এই খবরটিও পড়ুন
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর বিরাট কোহলি বিয়ে করেছিলেন অনুষ্কা শর্মাকে। তাঁদের দুই সন্তানও রয়েছে– কন্যা ভামিকা এবং পুত্র অকায়। অন্যদিকে অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবি শাহরুখের সঙ্গে। শাহরুখের হাত ধরেই ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা। ডেবিউ করেছিলেন বলিউডে। তারপর ‘হ্যারি মেট সেজল’ ছবিতে অনুষ্কার সঙ্গে কাজ করতে দেখা যায় শাহরুখকে।