Nitin Gadkari: পেট্রোল-ডিজেলের গাড়ি কি উঠে যাবে দেশ থেকে? তাৎপর্যপূর্ণ জবাব গড়কড়ির – Bengali News | Minister Nitin Gadkari on eliminating petrol, diesel vehicles in India

কেন্দ্রীয় নিতিন গড়করি। Image Credit source: PTI
নয়াদিল্লি: পেট্রোল ডিজেলের গাড়ির বদলে বিকল্প জ্বালানিতে চলে এমন গাড়ি নিয়ে ভাবনাচিন্তা কেন্দ্রের। দেশ জুড়ে চার্জিং স্টেশনের পাশাপাশি বৈদ্যুতিন গাড়ি ব্যাটারি কারখানা তৈরি নিয়ে উদ্যোগী সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পেট্রোল ডিজেলের গাড়ি ১০০ শতাংশ তুলে দেওয়া সম্ভব। তাঁর কথায়, “এটা কঠিন তবে অসম্ভব নয়।”
এই লক্ষ্যকে ছুঁতে নানা পরিকল্পনাও করছে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রায় ৩৬ কোটির বেশি পেট্রোল ডিজেলের গাড়ি চলে এ দেশে। নিতিন গড়করি এ ক্ষেত্রে হাইব্রিড গাড়ির পক্ষে সওয়াল করেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইতিমধ্যে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে জিএসটি কমানোর বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি কম করা ও ফ্লেক্স ইঞ্জিনের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি কম করার প্রস্তাব পাঠানো হয়েছে অর্থমন্ত্রকের কাছে।
গড়কড়ি বলেন, জৈব জ্বালানি নিয়ে ২০০৪ সাল থেকে বলছেন। তিনি আত্মবিশ্বাসী আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে পরিবর্তনটা নজরে আসবে। সংবাদসংস্থাকে নিতিন গড়কড়ি বলেন, “আমি নির্দিষ্ট কোনও তারিখ বা সালের কথা বলতে পারব না। একটা একটু কঠিন। তবে সম্ভব।”
এক সময় বৈদ্যুতিক যান বা ইলেট্রিকাল ভেহিকেল (EV) মানুষের ভাবনাচিন্তার বাইরে ছিল। কিন্তু এখন ঘরে ঘরে ইভি। গড়কড়ি বলেন, “যাঁরা বলতেন এটা অসম্ভব, এখন তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি বদলেছেন।”