Birthday Cake: জন্মদিনের কেকটাই কি অশুভ? - Bengali News | Tragic Birthday allegedly after eating cake punjab 10 years old girl died - 24 Ghanta Bangla News

Birthday Cake: জন্মদিনের কেকটাই কি অশুভ? – Bengali News | Tragic Birthday allegedly after eating cake punjab 10 years old girl died

0

চণ্ডীগঢ়: জন্মদিনের কেক খেয়ে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রীর। বাড়ির ছোট্ট মেয়ে মানবীর ১০ বছরের জন্মদিন। বাড়িতে দারুণ হইহই সকাল থেকে। সন্ধ্যায় কেক কাটা হবে। ফুড ডেলিভারি অ্যাপ থেকে বাবা কেক অর্ডার করলেন। সন্ধ্যা তখন ৭টা। মোমবাতিতে ঘেরা কেক সাজানো রয়েছে টেবিলের উপর। প্রথমে ফুঁ দিয়ে এক একটা করে মোমবাতি নেভাল পঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা মানবী। এরপর কাটা হল কেক। সেই কেকের প্রথম টুকরোটা খেল সে। বাড়ির ৫-৬ জনও তা খায়। অভিযোগ, কেক খাওযার পর থেকেই কেমন একটা ঘুম ঘুম ভাব আসে মানবীর। এরপর ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে উঠে একটু জল খেয়ে আবারও ঘুম। এরপরই বাড়ির লোকেরা দেখে মেয়ের হুঁশ নেই। ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।

মানবীর পরিবারের লোকজনের অভিযোগ, ওই কেকে এমন কিছু ছিল যার জন্য এমন ঘটনা ঘটে। যাঁরা ওই কেক খেয়েছিলেন সকলেই কম বেশি অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ নিহতের পরিবারের।

মানবীর মা কাজল ওই বেকারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে নিহতের পরিবার। পুলিশের প্রাথমিক অনুমান ফুড পয়েজনিংয়ের কারণে মৃত্যু হয়েছে মানবীর। ২৪ মার্চের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x