MI vs RR IPL Match Result: হোমেও হতাশা, বোলারদের লড়াইয়েও হারের হ্যাটট্রিক হার্দিকদের - 24 Ghanta Bangla News

MI vs RR IPL Match Result: হোমেও হতাশা, বোলারদের লড়াইয়েও হারের হ্যাটট্রিক হার্দিকদের

0

MI vs RR IPL Match Result: হোমেও হতাশা, বোলারদের লড়াইয়েও হারের হ্যাটট্রিক হার্দিকদের

‘ঘরে ফেরা’ সার্থক হল না হার্দিক পান্ডিয়ার। কোনও দিক থেকেই। গত দুটি মরসুম গুজরাট টাইটান্সে খেলেছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। গত বছর রানার্স। এ বারও তাঁকে নেতা করেই দল গড়ছিল গুজরাট টাইটান্স। রিটেইন প্লেয়ারদের তালিকায় জমা দেওয়ার পরই ট্রেডিংয়ে গুজরাট থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল এই টিমেই। পুনরায় মুম্বই ইন্ডিয়ান্সে আসাকে ‘ঘরে ফেরা’র অনুভূতি বলেছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও কোনও ভাবেই তা সার্থক হচ্ছে না।

একদিকে ‘ঘরে ফেরা’, অন্য দিকেও ঘরে ফেরা। মরসুমের তৃতীয় ম্যাচ খেলল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দুটি ছিল অ্যাওয়ে ম্যাচ। গুজরাট টাইটান্সের কাছে হার দিয়ে অভিযান শুরু হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার। ওয়াংখেড়েতে ম্যাচ হওয়ায় বাড়তি প্রত্যাশা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। এ মরসুমে প্রথম বার ঘরের মাঠে টিমের খেলা দেখার সুযোগ। সমর্থকরা ফিরলে হারের হতাশা নিয়েই। ঘরে ফিরলেও জয়ে ফেরা হল না।

বিস্তারিত আসছে…

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x