Recipe: চিংড়ি ও শোল মাছের সঙ্গে কাঁচা আম দিয়ে ঘরেই বানিয়ে নিন জিভে জল আনা রেসিপি – Bengali News | Ripe mango with pron and fish curry recipe know in here
ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন কাঁচা আম দিয়ে শোল-চিংড়ি। এটা বানানোর জন্য কাটা শোল মাছ, চিংড়ি, কাঁচা আমের টুকরা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, কাঁচালঙ্কা, সর্ষের তেল এবং অল্প পরিমাণে জল লাগবে