Narendrapur School: শিক্ষক পেটানো-কাণ্ড স্তম্ভিত হয়েছিল গোটা রাজ্য, এবার নতুন অধ্যায় শুরু হল নরেন্দ্রপুরের সেই স্কুলে – Bengali News | New Teacher in charge at Narendrapur Balarampur Manmathnath School amid ongoing issue
নরেন্দ্রপুরে স্কুলের সেই দৃশ্যImage Credit source: TV9 Bangla
নরেন্দ্রপুর: নরেন্দ্রপুরের অন্তর্গত বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের সাম্প্রতিক ঘটনা গোটা রাজ্যের শিক্ষামহলকে স্তম্ভিত করে দিয়েছিল। ক্লাস চলাকালীনই স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছেন প্রধান শিক্ষক স্বয়ং। এদিকে তিনি কোথায় রয়েছেন, তা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। খোঁজ চালানো হচ্ছে ওই অভিযুক্ত প্রধান শিক্ষকের। এসবের মধ্যেই এক নতুন অধ্যায়ের সূচনা হল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির।
অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের স্কুলে ঢোকা ইতিমধ্যেই বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে শিক্ষক পেটানো-কাণ্ড পরবর্তী সময়ে এবার স্কুলের টিচার ইন-চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের সহকারী শিক্ষক কমলেশ দাস। বারুইপুর এসডিও’র উপস্থিতিতে শুক্রবার স্কুলে একটি আলোচনার মাধ্যমে টিচার ইন-চার্জ হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই বিষয়টি স্থির করা হয়।
শুক্রবার বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের ওই বৈঠকে এসডিও ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও, স্কুল পরিচালন কমিটির সদস্যরা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য, এই স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ যে আর স্কুলে ঢুকতে পারবেন না, সে নির্দেশ আগেই দিয়ে রেখেছে আদালত। এদিকে আবার মধ্য শিক্ষা পর্ষদের তরফও ওই হেডমাস্টারকে প্রথমে শোকজ় ও পরে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে নতুন টিচার ইন-চার্জ পেল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। আগের কলঙ্কিত অধ্যায় কি এবার মিটবে? সে উত্তরের দিকেই তাকিয়ে স্কুলের সঙ্গে জড়িত সব পক্ষ।