Parliament Session Update: মোদীর মুখে মনমোহনের প্রশংসা! বিরোধীদের ‘ফ্যাশন’ নিয়ে খোঁচা – Bengali News | PM Narendra Modi praises Manmohan Singh, taking jibe at opposition on black dress
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Sansad TV
নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন চলছে। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে মোদী সরকারের বিরুদ্ধে ব্ল্যাক পেপার প্রকাশ করেন। এ দিকে রাজ্যসভার অন্দরে মোদীর মুখে শোনা গিয়েছে ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা। এর পাশাপাশি সংসদদের ফেয়ারওয়েলও জানিয়েছেন তিনি।
- রাজ্যসভার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল তাঁর পূর্বসূরি মনমোহন সিংয়ের প্রশংসা।
- সাংসদ এবং মন্ত্রী হিসাবে ভারতীয় গণতন্ত্রে মনমোহনের অবদানের কথা এ দিন স্মরণ করেছেন মোদী।
- মনমোহন সিং সকল সাংসদদের অনুপ্রাণিত করতেন বলেও জানিয়েছেন মোদী।
- এর পাশাপাশি সংসদের সকল বরিষ্ঠ সাংসদদের পথ দেখানো আলো বলে উল্লেখ করেছেন মোদী।
- প্রশংসার পাশাপাশি বিরোধীদের উদ্দেশে খোঁচা দিতেও ছাড়েননি মোদী। কালো রঙের পোশাক পরে সংসদে বিরোধীরা ফ্যাশন শো করতে আসেন বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর।