Parliament Session Update: মোদীর মুখে মনমোহনের প্রশংসা! বিরোধীদের 'ফ্যাশন' নিয়ে খোঁচা - Bengali News | PM Narendra Modi praises Manmohan Singh, taking jibe at opposition on black dress - 24 Ghanta Bangla News

Parliament Session Update: মোদীর মুখে মনমোহনের প্রশংসা! বিরোধীদের ‘ফ্যাশন’ নিয়ে খোঁচা – Bengali News | PM Narendra Modi praises Manmohan Singh, taking jibe at opposition on black dress

0

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Sansad TV

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন চলছে। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে মোদী সরকারের বিরুদ্ধে ব্ল্যাক পেপার প্রকাশ করেন। এ দিকে রাজ্যসভার অন্দরে মোদীর মুখে শোনা গিয়েছে ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা। এর পাশাপাশি সংসদদের ফেয়ারওয়েলও জানিয়েছেন তিনি।

  1. রাজ্যসভার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল তাঁর পূর্বসূরি মনমোহন সিংয়ের প্রশংসা।
  2. সাংসদ এবং মন্ত্রী হিসাবে ভারতীয় গণতন্ত্রে মনমোহনের অবদানের কথা এ দিন স্মরণ করেছেন মোদী।
  3. মনমোহন সিং সকল সাংসদদের অনুপ্রাণিত করতেন বলেও জানিয়েছেন মোদী।
  4. এর পাশাপাশি সংসদের সকল বরিষ্ঠ সাংসদদের পথ দেখানো আলো বলে উল্লেখ করেছেন মোদী।
  5. প্রশংসার পাশাপাশি বিরোধীদের উদ্দেশে খোঁচা দিতেও ছাড়েননি মোদী। কালো রঙের পোশাক পরে সংসদে বিরোধীরা ফ্যাশন শো করতে আসেন বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x