Madhyamik 2024: মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসে তিনিই 'অ্যাডমিন', গ্রেফতার মালদহের প্রত্যন্ত গ্রামের এক গৃহশিক্ষক - Bengali News | Madhyamik 2024 Police arrested a private tutor on Madhyamik question paper leak case - 24 Ghanta Bangla News

Madhyamik 2024: মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসে তিনিই ‘অ্যাডমিন’, গ্রেফতার মালদহের প্রত্যন্ত গ্রামের এক গৃহশিক্ষক – Bengali News | Madhyamik 2024 Police arrested a private tutor on Madhyamik question paper leak case

0

মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার গৃহশিক্ষকImage Credit source: TV9 Bangla

মালদহ: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার মূল চক্রী। পুলিশের জালে ধরা পড়েছে মালদহেরই এক গৃহশিক্ষক। নাম জীবন দাস। জানা গিয়েছে, জীবন দাস গৃহ শিক্ষকতা ছাড়াও নিজের কোচিং সেন্টার চালাতেন। মালদহের মানিকচকের গোপালপুরের বালুটোলা থেকে গ্রেফতার  করা হয় জীবন দাসকে। বালুটোলা গ্রামেই তাঁর বাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গত শনিবার ইংরেজি পরীক্ষার দিন এনায়েতপুর হাইস্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষনের সোশ্যাল মিডিয়ায় মধ্যেই ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। তল্লাশি চালিয়ে সাত জন পরীক্ষার্থীর কাছ থেকে সাতটি মোবাইল উদ্ধার হয়। মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সাত জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রত্যেকেই গোপালপুর হাইস্কুলের।

যে হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে এই প্রশ্ন ফাঁস হয় বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল,  সেই গ্রুপের অ্যাডমিন এই জীবন দাস। পুলিশ আপাতত জীবন দাসকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁদের জেরা করছে যাতে এই চক্রে আর কে বা কারা রয়েছে তা জানতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed