Awas Yojona: 'ডেডলাইন' এপ্রিল, কেন্দ্র না দিলে ১১ লক্ষের আবাসের টাকাও মমতাই দেবেন - Bengali News | Mamata Banerjee Announces Plan To Provide Housing For 11 Lakh People Big Relief For Awas Yojana Beneficiaries - 24 Ghanta Bangla News

Awas Yojona: ‘ডেডলাইন’ এপ্রিল, কেন্দ্র না দিলে ১১ লক্ষের আবাসের টাকাও মমতাই দেবেন – Bengali News | Mamata Banerjee Announces Plan To Provide Housing For 11 Lakh People Big Relief For Awas Yojana Beneficiaries

0

মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Facebook

কলকাতা: কেন্দ্রকে আবারও সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছে। বিভিন্ন প্রকল্পে চমক তো রেখেইছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, কেন্দ্র টাকা না দিলে এবার আবাসের ঘরের টাকাও দেবে রাজ্য। রাজ্য সরকার এপ্রিল অবধি দেখবে। যদি কেন্দ্র টাকা না দেয়, তাহলে ১১ লক্ষ ঘরের টাকা রাজ্য সরকারই দেবে।

এদিন বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ‘কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্য ১১ লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের বাড়ি তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কঠিন অবস্থার মধ্যে বাস করছে তারা। বারবার কেন্দ্রীয় সরকারকে তা জানানো হয়েছে। কিন্তু বকেয়া অর্থ পায়নি রাজ্য। আরও দু’ মাস এই খাতে রাজ্য টাকা পাওয়ার জন্য অপেক্ষা করবে। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয় তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে।’

এর আগে গত সপ্তাহেই রেড রোডের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১০০ দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না। সেই টাকা তাঁর সরকারই দেবে। বলেছিলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার কথা ভাবছে। কিন্তু তিনি তা হতে দেবেন না। ২১ লক্ষ শ্রমিক, যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি তাঁদের আগামী ২১ ফেব্রুয়ারি টাকা দেবে সরকার। আর এদিন আরও এক ধাপ এগিয়ে, কেন্দ্রের আবাস প্রকল্প নিয়েও বড় ঘোষণা বাজেটে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x