Model Divya Pahuja Murder: গ্য়াংস্টারকে ফাঁসিয়েছিল পুলিশের জালে! জামিনে বাইরে বেরতেই খুন মডেল – Bengali News | Model Divya Pahuja, who was out on Bail in Fake Encounter Case murdered in Gurugram Hotel

গোটা ঘটনাটিই হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেখান থেকেই রহস্য উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২ জানুয়ারি ভোর ৪টে নাগাদ হোটেল মালিক অভিজিৎ, এক যুবতী ও আরেক ব্যক্তি হোটেল আসেন। ১১১ নম্বর রুমে যান তাঁরা। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দেখা যায়, অভিজিৎ ও অপর দুই যুবক দিব্যার দেহ চাদরে মুড়িয়ে টেনে-হিচড়ে বের করে আনছে। হোটেলের বাইরেই দাঁড়ানো বিএমডব্লুতে দিব্যার দেহ তোলা হয়।
পুলিশ ওই সিসিটিভি ফুটেজ ধরেই পঞ্জাব সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। দিব্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ও অপর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল দিব্যা পাহুজা। পুলিশকে গ্যাংস্টারের খোঁজ দিব্যাই দিয়েছিল বলে দাবি। দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিলেন দিব্যা। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট দিব্যাকে জামিন দেয়।
দিব্যার পরিবারের অভিযোগ, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশই দিব্যাকে খুনের ছক কষেছিল। অভিজিৎকে খুনের সুপারি দেওয়া হয়েছিল।