Model Divya Pahuja Murder: গ্য়াংস্টারকে ফাঁসিয়েছিল পুলিশের জালে! জামিনে বাইরে বেরতেই খুন মডেল - Bengali News | Model Divya Pahuja, who was out on Bail in Fake Encounter Case murdered in Gurugram Hotel - 24 Ghanta Bangla News

Model Divya Pahuja Murder: গ্য়াংস্টারকে ফাঁসিয়েছিল পুলিশের জালে! জামিনে বাইরে বেরতেই খুন মডেল – Bengali News | Model Divya Pahuja, who was out on Bail in Fake Encounter Case murdered in Gurugram Hotel

0

গোটা ঘটনাটিই হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেখান থেকেই রহস্য উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২ জানুয়ারি ভোর ৪টে নাগাদ হোটেল মালিক অভিজিৎ, এক যুবতী ও আরেক ব্যক্তি হোটেল আসেন। ১১১ নম্বর রুমে যান তাঁরা। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দেখা যায়, অভিজিৎ ও অপর দুই যুবক দিব্যার দেহ চাদরে মুড়িয়ে টেনে-হিচড়ে বের করে আনছে। হোটেলের বাইরেই দাঁড়ানো বিএমডব্লুতে দিব্যার দেহ তোলা হয়।

পুলিশ ওই সিসিটিভি ফুটেজ ধরেই পঞ্জাব সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। দিব্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ও অপর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল দিব্যা পাহুজা। পুলিশকে গ্যাংস্টারের খোঁজ দিব্যাই দিয়েছিল বলে দাবি। দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিলেন দিব্যা। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট দিব্যাকে জামিন দেয়।

দিব্যার পরিবারের অভিযোগ, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশই দিব্যাকে খুনের ছক কষেছিল। অভিজিৎকে খুনের সুপারি দেওয়া হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x