Cheetah Cub Birth: নতুন বছরেই এল অতিথি, কুনোর জঙ্গল দাপাবে খুদে ৩ চিতা শাবক, দেখুন তাদের... - Bengali News | New Year Gift from Kuno National Park, 3 Cheetah Cub Born To Namibian Cheetah Aasha - 24 Ghanta Bangla News

Cheetah Cub Birth: নতুন বছরেই এল অতিথি, কুনোর জঙ্গল দাপাবে খুদে ৩ চিতা শাবক, দেখুন তাদের… – Bengali News | New Year Gift from Kuno National Park, 3 Cheetah Cub Born To Namibian Cheetah Aasha

0

জন্ম নেওয়া তিন চিতাশাবক।Image Credit source: Twitter

ভোপাল: নতুন বছরের শুরুতেই সুখবর। নতুন অতিথি এল কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park)। নতুন বছরে জন্ম নিল ৩ চিতাশাবক (Cheetah Cub)। এই খবর মিলতেই বইছে খুশির হাওয়া। দেশবাসীর সঙ্গে সুখবর ভাগ করে নিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav)। তিনি জানান, আপাতত মা ও তিন সন্তানই সুস্থ রয়েছে। এই নিয়ে কুনোয় চিতার সংখ্যা ১৮-এ বেড়ে দাঁড়াল।

বুধবার, ৩ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুনোর জাতীয় উদ্যানে থাকা চিতার পরিবারে নতুন সদস্য আসার কথা জানান। একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন তিনি, সেখানে চিতা শাবকদের ডাকাডাকি করতে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, “জঙ্গলে গর্জন! অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে কুনো ন্যাশনাল পার্ক নতুন তিন সদস্যকে স্বাগত জানিয়েছে। নামিবিয়ান চিতা আশা তিনটি চিতা শাবকের জন্ম দিয়েছে। এটা প্রজেক্ট চিতার সাফল্য, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য শুরু করেছিলেন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সকল আধিকারিক, কুনো জাতীয় উদ্য়ানের আধিকারিক ও দেশের সমস্ত বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন।”

এই খবরটিও পড়ুন

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়। সেগুলি কুনোর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। পরে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১১টি চিতা আনা হয়। মোট চিতার সংখ্যা পৌঁছয় ২০-তে। আশা নামক এই চিতার আগে ২০২৩ সালের মার্চ মাসে সিয়ায়া নামক আরেকটি চিতা চার শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু এর মধ্যে তিনটি চিতা শাবকেরই মৃত্যু হয়। ২০২৪ সালের গোড়াতেঅ নতুন করে তিনটি চিতার শাবক জন্মানোয় দেশে মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-এ।

একের পর এক চিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদীর এই স্বপ্নের প্রকল্প নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। তবে কুনোর জাতীয় উদ্য়ানে নতুন তিন অতিথি আসার পর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি ভাল ইঙ্গিত। ভারতীয় পরিবেশ, জলবায়ুতে চিতাগুলি যে খাপ খাইয়ে নিচ্ছে, এটা তারই প্রমাণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x