Hardik Pandya: দ্রুত ২২ গজে ফেরার প্রস্তুতিতে মগ্ন হার্দিক পান্ডিয়া, আফগান সিরিজেই কি কামব্যাক? – Bengali News | Hardik Pandya Sweats Out In Gym Ahead Of T20I Series Against Afghanistan, watch video
দ্রুত ২২ গজে ফেরার প্রস্তুতিতে মগ্ন হার্দিক পান্ডিয়া, আফগান সিরিজেই কি কামব্যাক?
মুম্বই: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দ্রুত ২২ গজে ফিরতে মরিয়া। পুরনো চোট সারিয়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক নতুন উদ্দমে নামতে মরিয়া। নতুন বছরে তিনি কবে মাঠে ফিরবেন, সে আশায় রয়েছেন তাঁর ভক্তরাও। আর ৮দিন পর দেশের মাঠে আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানেই কি হার্দিকের কামব্যাক হবে? হার্দিক পান্ডিয়ার অনুরাগীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আপাতত উত্তর নেই। কিন্তু হার্দিক নিজেকে ফিট করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। চলছে দ্রুত বাইশ গজে ফেরার প্রস্তুতি। এ বার নিজের হেলথ আপডেট শেয়ার করলেন হার্দিক। কেমন আছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…