Humayun Kabir: আশা করে মেলায় গিয়েও হতাশ হুমায়ুন, আবার কী হল – Bengali News | MLA Humayun Kabir is upset at Sabala Mela of Murshidabad
মুর্শিদাবাদ: সরকারি মেলা। মঙ্গলবার উদ্বোধন হল মুর্শিদাবাদের সবলা মেলার। সেখানে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে অনেকেই। তবে এদিন মঞ্চে হুমায়ুন যখন বক্তব্য রাখছিলেন, তখনও উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছাননি র্শিদাবাদের জেলাশাসক ও কান্দির নতুন মহকুমাশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মহকুমাশাসক ও জেলাশাসকের সঙ্গে দেখা না পাওয়ায়, আক্ষেপ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। বললেন, ‘আজ যখন মেলার উদ্দেশ্যে আসি তখন ভেবেছিলাম নিশ্চয়ই কান্দির নতুন মহকুমা শাসকের সঙ্গে স্বাক্ষাৎ হবে। কান্দিতে মেলা হচ্ছে জেলা শাসকের উদ্যোগে, ভেবেছিলাম জেলা শাসকও নিশ্চয়ই আসবেন।’ এরপর অবশ্য বেশি কথা না বাড়িয়ে মেলার সাফল্য কামনা করেই বক্তব্য শেষ করেন তিনি।
যদিও পরে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য, বিষয়টি গুরুতর কোনও ইস্যু নয়। জেলাশাসকের সঙ্গে তাঁর কথাও হয়েছে। সাবিনা ইয়াসমিনের বক্তব্য, জেলাশাসক তাঁকে জানিয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত আছেন। তাই জেলাশাসক তখন আসতে পারেননি অনুষ্ঠানে। তবে পরে তিনি মেলায় আসবেন বলেও জানিয়েছেন মন্ত্রীকে। সাবিনা ইয়াসমিন বললেন, “যদি একইসময়ে অন্য একটি প্রোগ্রাম পড়ে যায়, তখন আমাদের তো অল্টারনেট করে ভাগ করে নিতে হয়। আমার মনে হয় না, এটা কোনও বড় ইস্যু।”
সবলা মেলার উদ্বোধনে আজ উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারও। উল্লেখ্য, মঙ্গলবার থেকে চালু হল মুর্শিদাবাদ জেলার সবলা মেলা। কান্দির হ্যলিফক্স ময়দানে আজ থেকে সাতদিন ধরে চলবে এই সবলা মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে স্টল বসিয়েছেন মেলায়।