4 জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে পাঁচ স্মার্টফোন, অপশন প্রচুর থাকলেও ফিচার আর দাম দেখে কিনুন - Bengali News | These 5 smartphone set to launch in india 4 january 2024, check price and features - 24 Ghanta Bangla News

4 জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে পাঁচ স্মার্টফোন, অপশন প্রচুর থাকলেও ফিচার আর দাম দেখে কিনুন – Bengali News | These 5 smartphone set to launch in india 4 january 2024, check price and features

0

নতুন বছরের প্রথম সপ্তাহেই লঞ্চ হতে চলেছে বহু নতুন স্মার্টফোন। তাই যারা অনেক দিন ধরে ফোন কেনার প্ল্যান করেও নতুন বছরের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। 4 জানুয়ারি ভারতে মোট 5টি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এর মধ্যে রয়েছে Xiaomi থেকে Redmi থেকে Vivo-র স্মার্টফোন। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। অনেক হ্যান্ডসেটের সম্ভাব্য দামও প্রকাশ করা হয়েছে। অনেক হ্যান্ডসেটের সম্ভাব্য দামও প্রকাশ করা হয়েছে। আসুন তাদের সম্পর্কে জানি। Xiaomi ইতিমধ্যেই ঘোষণা করেছে, 4 জানুয়ারি ভারতে Redmi Note 13 5G সিরিজ লঞ্চ করবে। এর পাশাপাশি চিনা হ্যান্ডসেট Vivoও জানিয়েছে যে 4 জানুয়ারি ভারতে তার ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X100 লঞ্চ করতে চলেছে।

মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ হবে:

4 জানুয়ারি ভারতে মোট 5টি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এতে Redmi Note 13 5G সিরিজের অধীনে তিনটি হ্যান্ডসেট লঞ্চ করা হবে, আর দু’টি হ্যান্ডসেট Vivo X100 সিরিজে লঞ্চ হবে। তবে Vivo X100 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে।

Redmi Note 13 5G সিরিজ

Redmi Note 13 5G সিরিজে তিনটি হ্যান্ডসেট থাকবে। Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro + 5G।

Redmi Note 13 Pro + 5G ফোনটিকে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যার অনেক স্পেসিফিকেশনও জানা গিয়েছে। eventmi-এ তালিকাভুক্ত তথ্য অনুযায়ী এতে একটি 200MP রিয়ার ক্যামেরা রয়েছে, যা অনেক ভাল সেন্সর ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, এটিই হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে MediaTek 7200 Ultra 5G থাকবে। Redmi Note 13 Pro + 5জি-তে কার্ভড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ফোনটি IP68 রেটিং সহ আসবে। এটিতে একটি 120W ফাস্ট চার্জার রয়েছে, যা দিয়ে এটি মাত্র 19 মিনিটে 100 শতাংশ চার্জ করা যাবে।

Vivo X100 সিরিজ:

4 জানুয়ারি ভারতে আরও দুটি স্মার্টফোন লঞ্চ হতে পারে, যার নাম Vivo X100 এবং Vivo X100 Pro। এই ফোনগুলি চিনে লঞ্চ করা হয়েছে, যা এই ফোনগুলির ফিচারগুলি প্রকাশ করে। এই দুটি স্মার্টফোনেই MediaTek Dimensity 9300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় Vivo হ্যান্ডসেটেই 120Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 3,000 নিট পর্যন্ত ব্রাইটনেশ সাপোর্ট করে।

দুটি ফোনের মধ্যে পার্থক্য সম্পর্কে কথা বললে, ক্যামেরা সেন্সর আলাদা। দুটি হ্যান্ডসেটেই রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। Vivo X100 এ রয়েছে 50MP সেন্সর, 64MP টেলিফটো ক্যামেরা। Vivo X100 Pro এর তিনটি ক্যামেরাই 50-50 মেগাপিক্সেলের। প্রাথমিক ক্যামেরা একটি 50MP Sony IMX989 লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি একটি 50MP Zeiss লেন্স, যা 4.3x অপটিক্যাল জুমের সাথে আসে। উভয় হ্যান্ডসেটের একটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed