হাতে তার নিয়ে কোথায় চললেন? ফ্যাশন ট্রেন্ডে গা ভাসাতেই কটাক্ষের মুখে শুভশ্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তান ইয়ালিনি জন্মের মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশ্যে আসেন। আবারও ফিরেছেন স্বাভাবিক ছন্দে।
সেলিব্রেশনে গা ভাসাচ্ছেন, ছোট্ট ডে-আউটিং-ও তালিকা থেকে বাদ যাচ্ছে না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে যেন আরও বোল্ড। রূপ ফেটে পড়ছে।
বর্ষবরণের আহে সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন, ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন। রাজ চক্রবর্তীর সঙ্গে শেয়ার করে তিনি লিখলেন, তু মেরা হিরো…।
সেই পোশাকের সঙ্গে এবার দামি ব্যাগ নিয়ে ট্রোলের শিকার তিনি। ব্যাগের দামের জন্য নয়, ব্যাগের ডিজাইনের জন্য, যা দেখতে অনেকটা তারের বান্ডিলের মতো।
কেউ লিখলেন, আমাদের বাড়িতে এরকম নীল ইলেকট্রিক তারের বান্ডিল কাল থেকে পাওয়া যাচ্ছে না। ছবি দেখে ট্রোলের বন্যা।
কেউ আবার তাঁকে কটাক্ষ করে লিখলেন, উরফি হওয়ার চেষ্টা করছেন নাকি? নতুন কোনও মুখ নেই। যদিও শুভশ্রী কোনওদিনই ট্রোলিং নিয়ে মুখ খোলেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও ফিরেছেন কাজে। এবার তিনি সেভাবে অবসর নেননি। মেয়ে জন্মের একসপ্তাহ আগেও কাজ করেছেন তিনি।
আবার নতুন বছরেও সেলিব্রেশনে ফ্রেমবন্দি হলেন। একশ্রেণি তাঁকে কটাক্ষ করলেও ভক্তরা তাঁর ফ্যাশনে স্টাইলে মুগ্ধ, প্রশংসার বন্যা নেটপাড়ায়।