Tiger in Buxa: উত্তরে বাড়ছে দক্ষিণরায়? বক্সার জঙ্গলে ফের ক্যামেরাবন্দি বাঘ - Bengali News | Another Tiger caught in Camera at Buxa Tiger reserve forest - 24 Ghanta Bangla News

Tiger in Buxa: উত্তরে বাড়ছে দক্ষিণরায়? বক্সার জঙ্গলে ফের ক্যামেরাবন্দি বাঘ – Bengali News | Another Tiger caught in Camera at Buxa Tiger reserve forest

0

উত্তরবঙ্গের জঙ্গলে বাঘImage Credit source: TV9 Bangla

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে ফের চর্চায় দক্ষিনরায়। এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের কোর এলাকায় বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় ফের ধরা পড়ল আরেকটি বাঘের ছবি। নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের উপস্থিতি আগেই টের পাওয়া গিয়েছিল। সম্প্রতি নেওড়াভ্যালির কাছে সাড়ে দশ হাজার ফুট উচ্চতায় দেখা মিলেছে বাঘের। এরপর বাঘের ছবি মিলল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের গভীর জঙ্গলে। এৎ ২দিন পরই আরেকটি বাঘের ছবি ধরা পড়ল ট্র‍্যাপ ক্যামেরায়। এটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের কোর জঙ্গলে। দুটি ছবি ধরা পড়েছে। দুটি ছবি একই বাঘের কিনা, তা এখন ও খোলসা করেনি বন দফতর।

স্বাভাবিক ভাবে এই ঘটনায় উচ্ছ্বসিত বনদফতর। সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভ পশ্চিম বিভাগে একটি নতুন বাঘের ছবি ধরা পড়েছে। বন বিভাগের ক্যামেরা ট্র্যাপ দ্বারা প্রাপ্ত চিত্র অনুসারে বাঘ একটি প্রাপ্তবয়স্ক। বাঘের উপস্থিতি বক্সা টাইগার রিজার্ভের বাসস্থানের গুণমান দেখায় বলে মনে করছেন আধিকারিকরা। এ নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেছেন, “সম্প্রতি পানা রেঞ্জে ট্র‍্যাপ ক্যামেরায় একটি পূর্ণ বয়স্ক বাঘের ছবি মিলেছে। এবার আরেকটি বাঘের ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের কোর এলাকায় পাওয়া গিয়েছে। এটি দিনের বেলার ছবি।বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ থাকার উপযুক্ত জায়গা। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

এখানে উল্লেখ্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। এর আগেও ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছিল। তারপর বাঘের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে দুটি বনবস্তি, ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তীর বাসিন্দাদের পুনর্বাসন দিয়ে অন্যত্র সরানোর উদ্যোগ নিয়েছে বন দফতর। যা মুখ্যমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার এসে ওই দুটি বনবস্তি সরানোর নির্দেশ দিয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *