হুগলি: রেল লাইনে ফাটল। বছরের প্রথম দিনেই হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি স্টেশনের কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইন মেরামতি চলছে। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বিস্তারিত আসছে…