Digha New Year News: কড়া পুলিশি প্রহরায় দিঘায় নিউ ইয়ার - Bengali News | Sound pollution in digha - 24 Ghanta Bangla News

Digha New Year News: কড়া পুলিশি প্রহরায় দিঘায় নিউ ইয়ার – Bengali News | Sound pollution in digha

0

দিঘায় বর্ষ বিদায় ও বর্ষ বরণের অনুষ্ঠানে অশান্তি রুখতে তৎপর জেলা পুলিশ। বর্ষ বিদায় ও বর্ষ বরণকে কেন্দ্র করে কোনও রকমের অশান্তি এড়াতে তৎপর দিঘা থানার পুলিশ। সরকারি নিয়ম অমান্য করলে অভিযোগের ভিত্তিতে কড়া ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। গভীর রাত পর্যন্ত মাইক বাজানো বা উচ্চস্বরে ডিজে বাজানোর অভিযোগ জমা হলেই ব্যবস্থা গ্রহন করা হবে পুলিশের পক্ষ থেকে। এই আবেদন রেখে পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং।

রাতে এলাকায় কড়া পুলিশি পাহারা থাকবে। পাশাপাশি সাদা পোষাকেও টহল চালাবে পুলিশ। এলাকায় এলাকায় ঘুরবেন মহিলা উইনার্স টিম । প্রশাসন চায় পর্যটক থেকে স্থানীয় মানুষজন বর্ষ বিদায় ও বর্ষ বরণের অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুক। তবে তার ফলে অশান্তি ও গন্ডগোল না হয় সেদিকে সতর্ক লক্ষ্য রাখা হবে জানাচ্ছে পুলিশ।

বর্ষ বিদায় ও বর্ষ বরণের জন্য শনিবার রাত থেকে দিঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। রবিবারের সকাল থেকে আনন্দের আবহ সৈকত শহরে। সময় যত গড়াবে আনন্দের পারদ ততই চড়বে। তবে সেই পারদ নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর স্থানীয় পুলিশ। রবিবার ও সোমবার দিঘায় তিলধারণের জায়গা থাকবে না। তাই পুলিশ প্রশাসন পরিবেশ শান্ত রাখতে তৎপর। বাড়ানো হয়েছে নজদারিও।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed