Pics: ২০২৩-এর প্রধানমন্ত্রী মোদীর সেরা মুহূর্তগুলির ছবি একনজরে
প্রধানমন্ত্রী হলেও বরাবর বয়স্ক ও মহিলাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের পিথোরাগঢ় জেলার গুঞ্জি গ্রামে উপজাতি সম্প্রদায়ের বয়স্ক মহিলাদের থেকে আশীর্বাদ নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধূলায় সবসময় উজ্জীবিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের জুলাইয়ে মধ্য প্রদেশের শাহদোল জেলার আদিবাসী অধ্যুষিত পাকারিয়া গ্রামে খুদে ফুটবলারদের সঙ্গে আলাপচারিতায় নমো।
মুম্বইয়ের মারোলে দাউদি বোহরা সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান, দ্য সইফিয়া অ্যাকাডেমি উদ্বোধনে গিয়ে অন্য ভূমিকায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুবাইয়ে সদ্য সমাপ্ত ২৮ তম জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
গত অক্টোবরে উত্তরাখণ্ড সফরে গিয়ে আদি কৈলাস ও পার্বতীকুণ্ডে প্রার্থনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 'এক পরিবার, এক পৃথিবী' শীর্ষক এই সম্মেলন বিশেষ সাফল্য পেয়েছে।
২০২৩-এ দেশবাসীকে নতুন সংসদ ভবন উপহার দেয় নরেন্দ্র মোদীর সরকার। গত ২৮ মে নতুন সংসদ ভবনে 'পবিত্র সেঙ্গল' প্রতিষ্ঠা করেন নমো।
দলের প্রতিটি নেতা-কর্মীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রধানমন্ত্রী মোদীর কাছে। তাই চেন্নাইয়ে বিশেষভাবে সক্ষম এক বিজেপি নেতার সঙ্গে সেলফি তোলেন নমো।
প্রধানমন্ত্রী হলেও দলীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন নরেন্দ্র মোদী। মধ্য প্রদেশে বিজেপি নেতাদের সঙ্গে আলাপচারিতার সময় একজনের হাত থেকে লাঠি পড়ে গেলে প্রধানমন্ত্রী মোদী স্বয়ং নীচু হয়ে সেই লাঠি তুলে দেন ওই নেতার হাতে।
চন্দ্রযান-৩ -র চাঁদের মাটিতে সফল অবতরণের পর আবেগঘন মুহূর্তে ইসরো চেয়ারম্যান এস. সোমনাথকে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০২৩-এর ফাইনালে উঠলেও জয়ী হতে পারেনি ভারত। কাপ না এলেও খেলার শেষে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন দিল্লির নয়া কনভেনশন সেন্টার যশোভূমিতে বিশ্বকর্মা যোজনার উদ্বোধন করে শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।