Milind Soman: ভারত-তানজানিয়া ম্যারাথনে দৌড়লেন ফিট আইকন মিলিন্দ সোমান – Bengali News | India Tanzania Friendship Run held in Tanzania and participate over 4000 people with Milind Soman
ভারত-তানজানিয়া বন্ধুত্বপূর্ণ দৌড়ে সামিল মিলিন্দ সোমান।
দোদোমা: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সুগভীর। ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি মাদ্রাসার হাত ধরে দ্বিপাক্ষিক সেই সম্পর্ক আরও একধাপ এগিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব আরও দৃঢ় করতে বর্ষশেষে ভারত ও তানজানিয়া যৌথভাবে ম্যারাথনের আয়োজন করল। আর তানজানিয়ায় আয়োজিত সেই ম্যারাথনে দৌড়লেন ভারতের ফিটনেস আইকন মিলিন্দ সোমান।
তানজানিয়ায় ভারতের দূতাবাস এবং তানজানিয়ার সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের তরফে ম্যারাথনের আয়োজন করা হয়। এটির নাম দেওয়া হয়, ‘ভারত-তানজানিয়া ফ্রেন্ডশিপ রান’। দার এস সালাম থেকে ঐহিসাসিক শহর বাগামোয়ো পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়। ৪ হাজারের বেশি প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন প্রখ্যাত ভারতীয় ফিটনেস আইকন মিলিন্দ সোমান-সহ প্রবাসী ভারতীয় থেকে তানজানিয়ার নাগরিকেরা।
এই খবরটিও পড়ুন
‘ভারত-তানজানিয়া ফ্রেন্ডশিপ রান’-এর সূচনা করে তানজানিয়ার মন্ত্রী ডা. পিন্ডি জানান, দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসতেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন। তানজানিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনায়া এস প্রধানও জানান, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এবং ফিট ইন্ডিয়া আন্দোলনের ভাবনাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত ও তানজানিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক থেকে দুই দেশের মানুষের মধ্যে সংযোগেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। চলতি বছর ভারত-তানজানিয়া কূটনৈতিক সম্পর্ক বিশেষ মর্যাদায় উন্নীত হয়েছে। গত নভেম্বরে জাঞ্জিবারে আইআইটি মাদ্রাসার দেশের বাইরে প্রথম ক্যাম্পাসের উদ্বোধন হয়।