৩৪৭ দিন পর কোর্টে কামব্যাক রাফায়েল নাদালের, জয় দিয়ে শেষ হল না বছর - Bengali News | Rafael Nadal is back in court after 347 days, but he lost with Marc Lopez in his comeback in Brisbane International - 24 Ghanta Bangla News

৩৪৭ দিন পর কোর্টে কামব্যাক রাফায়েল নাদালের, জয় দিয়ে শেষ হল না বছর – Bengali News | Rafael Nadal is back in court after 347 days, but he lost with Marc Lopez in his comeback in Brisbane International

0

৩৪৭ দিন পর কোর্টে কামব্যাক রাফা, জয় দিয়ে শেষ হল না বছরImage Credit source: PTI

ব্রিসবেন: দীর্ঘ ৩৪৭ দিন পর কোর্টে ফিরলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোর্টে রাফা নামা মানেই গ্যালারিতে চরম উত্তেজিত দেখায় দর্শকদের। ২০২৩ সালের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর কামব্যাক হল নাদালের। সিঙ্গলসে নয়, ডাবলস ইভেন্টে কোর্টে প্রত্যাবর্তন হয়েছে রাফার। স্পেনের মার্ক লোপেজের সঙ্গে ব্রিসবেন ইন্টারন্যাশানালে পুরুষদের ডাবলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে নেমেছিলেন নাদাল। কিন্তু নাদাল জয় দিয়ে শেষ করতে পারলেন না বছরটা।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x