নতুন বছরে ত্বকের জেল্লা ফেরান এক মিনিটে, শুধু টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন এই উপাদান – Bengali News | This yogurt honey face mask will keep your skin soft this winter
টক দই ও মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণ, র্যাশ, চুলকানি, জ্বালাভাব, লালচে ভাবের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। ত্বকে কীভাবে টক দই ও মধু মাখবেন, রইল টিপস।