Shani Mantra: গ্রহরাজকে তুষ্ট করতে শনিবার সন্ধ্যের পর করুন এই কাজ! কেটে যাবে সব সমস্যার মেঘ – Bengali News | Saturday is a very special day to please Shani Dev, do this after sunset
শনিবার শনিবার শনিদেবের পুজো করার রীতি রয়েছে। হিন্দুশাস্ত্রে শনিবার ও শনিদেবের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই রীতি মেনে শনিবার করে গ্রহরাজের আরাধনা করলে ও কিছু প্রতিকার মেনে চললে ভীষণ তুষ্ট হন শনিদেব। সনাতন হিন্দুধর্মে, শনিদেব হলে ন্যায় ও কর্তব্যের দেবতা। কর্মেও দেবতা বলে মনে করা হয়। তাই শনিঠাকুরকে শনিবার করে পুজো করার সবচেয়ে শুভ দিন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, শনিমন্দিরগুলিতে শনিবার সন্ধ্যের সময় পুজো করা হয়। রীতিতে এতটুকু ফাঁক থাকলে ভীষণ চটে যান শনিমহারাজ। তাই শনিদেবের আশীর্বাদ নেওয়ার জন্য ভক্তরা বিশেষ কিছু জিনিস মাথায় রাখেন। মেনে চলেন বিশেষ প্রতিকারও।
শনির দশা থেকে জীবনের বহু কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে ভক্তরা বড়ঠাকুরকে মন ও ভক্তিভরে পুজো করে থাকেন। শনিবার সন্ধ্যের সময় বা সূর্যাস্তের সময় শনিদেবের আরতি করা নিয়ম। শনিদেবের আরতির সঙ্গে মন্ত্র পাঠ করাও বিশেষ তাত্পর্য় রয়েছে। শনিদেবকে খুশি রাখতে সূর্যাস্তের পর কী কী করা উচিত, তা জেনে নিন…
শনি দেবের মন্ত্র
১. ওম শ্রীম শ্রীম শ্রীম শনাইশ্চরায় নমঃ।
ওম হরিশাম শনিদেবায় নমঃ।
ওম ওম হালরি শ্রী শনাইশ্চরায় নমঃ।
২. ওম ভগভবয় বিদমহেন মৃত্যুরূপায় ধীমহি তন্নো শনিহ প্রচোদ্যাত।
৩. ঔঁ নীলঞ্জয়চযং প্রখ্যং রবিসূতঃ মহাগ্রহম।
ছায়ায়াং গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম।