Monali Thakur: পানিহাটি উৎসবে এসে কী ঘটল মোনালি ঠাকুরের সঙ্গে? - Bengali News | What happened to panihati festival with monali tagore - 24 Ghanta Bangla News

Monali Thakur: পানিহাটি উৎসবে এসে কী ঘটল মোনালি ঠাকুরের সঙ্গে? – Bengali News | What happened to panihati festival with monali tagore

0

‘ডানকি’র সাফল্য কোথায়?
প্রভাসের ছবি ‘সালার’-এর মুখোমুখি দাঁড়িয়ে বেজায় ধুঁকছে শাহরুখ খানের ‘ডানকি’। কোথায় ব্যবসা? এবার মুখ খুললেন ছবির পরিচালক রাজকুমার হিরানি। বললেন, তিনি বক্স অফিসের কথা ভেবে ছবি বানাননি।

প্রভাসের আয়
প্রভাসের ছবি ‘সালার’… মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বাজিমাত। ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে। আর এই সাফল্যের জন্য কত কোটি পাচ্ছেন প্রভাস, জানেন? পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি তো ছিলই, সঙ্গে ছিল আরও এক শর্ত। ছবির বক্স অফিস আয়ের ১০ শতাংশ তিনি নেবেন। ফলে অনুমান করাই যায়, প্রভাসের ঝুলিতে ইতিমধ্যেই ৫০ কোটি অতিরিক্ত, এই টাকার অঙ্ক আরও বাড়বে।

কাকে জড়িয়ে বাঁচছেন মালাইকা?
প্রাক্তন স্বামী আরবাজ খান দ্বিতীয় বার বিয়ে করেছেন। ও দিকে খবর বলছে, অর্জুন কাপুরের সঙ্গেও নাকি সম্পর্ক বিশেষ ভাল নেই মালাইকা অরোরার। কাকে জড়িয়ে বাঁচছেন তিনি? ছেলে আরহান খানের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন মালাইকা। হ্যাশট্যাগে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু।’

এ কী বললেন দিনো?
সম্প্রতি সিঙ্গল পেরেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা দিনো মরিয়াকে। তবে ব্যক্তি জীবনের এই ভার তিনি কাঁধে তুলে নিতে পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনো জানান, সন্তান তিনি চান— তবে জীবন সঙ্গী পেলে তবেই। সারোগেসি অথবা দত্তক নিয়ে নয়।

ট্রোল্ড সুজান খান
বছর শেষে অধিকাংশেরই ভ্যাকেশন মোড অন। সেই তালিকায় গা ভাসাচ্ছেন বলিউডের অধিকাংশ সেলেব। বাদ পড়লেন না হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তবে বিমানবন্দরে যেতেই ঘটল বিপত্তি। তিনি পাসপোর্টই আনতে ভুলে গিয়েছেন। এই ভিডিয়ো দেখামাত্রই নেটিজ়েনদের উপদেশ: কৃষকে বলুন, এনে দেবে।

ইমনের টিপস
শীত মানেই কনসার্ট মরশুম। বিভিন্ন সেলেবদের মঞ্চ মাতিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যায়। গায়িকা ইমন চক্রবর্তীও সেই তালিকা থেকে বাদ পড়লেন না। তেমনই এক সন্ধ্যায় এবার মন-ভাঙা প্রেমিক-প্রেমিকাদের দিলেন ভাল থাকার টিপস। মঞ্চে দাঁড়িয়ে বললেন, তালা আর চাবি, দুই-ই ভীষণ ভাল। শুধু মনে রাখবেন, এই চাবিটা এই তালার জন্য নয়।

দেড় লক্ষ মানুষের রোষে মোনালি
পানিহাটি উৎসবে এসে রোষের মুখে মোনালি ঠাকুর। নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পর অনুষ্ঠানে এসে পৌঁছন গায়িকা, আর তাতেই কার্যত মারমুখী হয়ে পড়ে জনতা। পরে যদিও নিজের গান দিয়ে সবটাই সামাল দিয়েছেন মোনালি, তবু ফেসবুকে তারকাদের সময়জ্ঞান নিয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক পোস্ট। হচ্ছে সমালোচনা।

আগলে পিসি
বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ না থাকলেও পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে ভালই সম্পর্ক প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের মেয়ে প্রেরণার। সম্প্রতি প্রেরণার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পল্লবী। বড়দিনে তাঁদের উদযাপনের ছবি এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

‘ওদের মারবেন না’
রাত পোহালেই শুরু হবে বর্ষশেষের সেলিব্রেশন। তবে সেলিব্রেশন যেন হয় সীমিত ভাবে, এমনটাই আর্জি জয়া আহসানের। তিনি আপত্তি তুলেছেন আতসবাজি ফাটানো নিয়ে। আতসবাজি ফাটালে অনেক পশু-পাখি হৃদরোগে আক্রান্ত হয়—এমনটাই দাবি করে অভিনেত্রীর করজোড়ে অনুরোধ এমনটাই যেন না করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed