নয়া দিল্লি: দেখতে দেখতেই পার ২০২৩ সাল। স্বাগত জানানো হবে নতুন বছরকে। ২০২৪ সালকে ঘিরে রয়েছে অনেক আশা-প্রত্যাশা। আর নতুন বছরের শুরুতেই মিলতে পারে খুশির খবর। স্বস্তি মিলতে পারে গৃহস্থের হেঁশেলে। পকেটের চাপ কমিয়ে কমতে পারে গ্যাসের দাম। নতুন বছরের শুরুতেই এই উপহার দিতে পারে মোদী সরকার।
২০২৪ সালে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। আর ভোটের আবহেই নতুন বছরের শুরুতে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। একধাক্কায় বেশ কিছুটা কমতে পারে গ্যাসের দাম। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারিই গ্যাসের দাম কমানো হতে পারে।
প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম পুনর্বিবেচনা করে এবং সেই মতো গ্যাসের দাম বৃদ্ধি বা কম করে। সাধারণত মাসের শুরুতেই এলপিজির মূল্যবৃদ্ধি বা হ্রাসের ঘোষণা করা হয়। এবারও আশা, ১ জানুয়ারি গ্যাসের দাম কমানোর ঘোষণা করতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। কমতে পারে গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের জানুয়ারি মাসে একধাক্কায় ১২০ টাকা দাম কমেছিল ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের।