Bankura: শুশুনিয়ায় ঘুরতে এসে দুর্ঘটনা, হোটেলের দোতলার জানালা থেকে পড়ে গেল শিশু - Bengali News | Accident in Shushunia, 5 year old child fell from second floor window of hotel - 24 Ghanta Bangla News

Bankura: শুশুনিয়ায় ঘুরতে এসে দুর্ঘটনা, হোটেলের দোতলার জানালা থেকে পড়ে গেল শিশু – Bengali News | Accident in Shushunia, 5 year old child fell from second floor window of hotel

0

এই জানালা দিয়েই নীচে পড়ে যায় শিশুটিImage Credit source: Tv9 Bangla

বাঁকুড়া: ছুটির দিনে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছিলেন পরিবার সহ। আর তারপরই মর্মান্তিক দুর্ঘটনা। হোটেলের দোতলার ঘরের জানালা থেকে নিচে পড়ে গুরুতর জখম হল পাঁচ বছরের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। পর্যটক দলটি এই ঘটনার জন্য দায়ী করেছে হোটেল কর্তৃপক্ষকেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার পর্যটকদের একটি দল শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যান। ওই দলে বেশ কয়েকটি শিশু ছিল। পর্যটক দলটি পাহাড় লাগোয়া একটি বেসরকারি হোটেলে ওঠে। গতকাল সন্ধ্যার আগে দলে থাকা শিশুরা যখন খেলছিল। সেই সময় বছর পাঁচেকের একটি শিশু জানালার রেলিং এ কোনও ভাবে হেলান দিলে রেলিং সহ শিশুটি দোতলা থেকে নিচে পড়ে যায় বলে অভিযোগ।

বিষয়টি পর্যটকদলের অন্যান্যদের নজরে আসতেই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যায় । পর্যটকদের দাবি, যে জানালায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে রেলিংটি শুধু আলতো করে রাখা ছিল। তাই হালকা ছোঁয়া লাগতেই তা পড়ে যায়।

দুর্ঘটনার পর শিশুটির চিকিৎসারও কোনও ব্যবস্থা করেনি হোটেল কর্তৃপক্ষ ৷ স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষকে কাঠগোড়ায় তুলে কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। হোটেলের কর্মী বলেন, “এই বিষয়ে মালিক যা বলার বলবে। তবে আমি শুনেছি বাচ্চাগুলো জানালার রেলিংয়ে উঠে ধাক্কা ধাক্কি করছিল। তখনই পড়ে যায়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed