সাপ নিজে নয়, সাপের 'খোসা' ছাড়ালেন এই যুবক; ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল - Bengali News | A man shades snakes skin, video went viral on social media - 24 Ghanta Bangla News

সাপ নিজে নয়, সাপের ‘খোসা’ ছাড়ালেন এই যুবক; ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল – Bengali News | A man shades snakes skin, video went viral on social media

0

সাপকে খোলস ছাড়তে দেখেছেন? হয়তো চিড়িয়াখানায় গিয়ে পড়ে থাকতে দেখেছেন। কিন্তু খুব কাছ থেকে কোনও সাপকে খোলস ছাড়তে দেখলে যে আপনি হতবাক হবে, তা বলাই যায়। আর তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অধিকাংশ নেটিজেন অবাক। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায়ই থাকে না। এই ভিডিয়োটিও ঠিক সেই রকমই।

‘দ্য রিয়েল টারজান’ হ্যান্ডেল দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই অবাক করা ভিডিয়োটি। প্রায় 30 সেকেন্ডের এই ক্লিপটিতে একজন ব্যক্তি একটি কালো এবং বাদামী সাপকে এক হাতে ধরে আছেন। অন্য হাত দিয়ে তিনি তার খোলস খুলে নিতে শুরু করেন। তিনি সাপের চোখ থেকেও সেই খোলস সরান। এই সময় আপনি সাপটিকে তার জিভ বের করে এবং হিসশিস করতে দেখতে পাবেন। তারপরে ধীরে ধীরে সেই সাপ হাতের মধ্যেই লম্বা হয়ে যায়, আর তার খোলস নিজে থেকেই ছাড়তে থাকে। এর পর লোকটি সাপের মাথায় চুমু খায়।

অনেকেই ভাবছেন যে, এটা কী হচ্ছে? আসলে সাপের একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। মানুষের শরীর থেকে যেমন মৃত ত্বকের কোষ ঝরে যায়, তেমনি সাপও নতুন চামড়া উঠলে তাদের পুরনো চামড়া ফেলে দেয়। প্রায় সব সাপই এটা করে। আরএক্সলিস্ট নামের একটি সাইটের মতে, অনেক ধরনের ওষুধ ও ওষুধের গবেষণায় স্নেক স্লাইম (সাপের খোলস) ব্যবহার করা হয়। ভিডিয়োটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি প্রায় 3 কোটি ভিউ পেয়েছে। আর লাইক হয়েছে প্রায় 14 লাখ। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed