Snake Poison: অ্যাম্পুলে ভরা কোটি টাকার বিষ, নিজাম প্যালেস থেকে খবর যেতেই ছুটল বন দফতর - Bengali News | Forest department recovered snake poison of crore from Asansol, 4 arrested - 24 Ghanta Bangla News

Snake Poison: অ্যাম্পুলে ভরা কোটি টাকার বিষ, নিজাম প্যালেস থেকে খবর যেতেই ছুটল বন দফতর – Bengali News | Forest department recovered snake poison of crore from Asansol, 4 arrested

0

আসানসোল: বৃহস্পতিবার ‘বন্য অপরাধ দমন শাখা’ ও বন দফতর যৌথভাবে অভিযান চালিয়ে ওই মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারের খবর সূত্র মারফৎ জানতে পারেন আধিকারিকরা। কলকাতা থেকে আসানসোলে যায় খবর। জানা গিয়েছে, ‘ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো’ নিজাম প্যালেস থেকে এই পাচারকারীদের গতিবিধির ওপর নজর রাখছিল। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুরুলিয়ার কংসাবতী রেঞ্জ ও আসানসোল ফরেস্ট রেঞ্জে।

আসানসোল থেকে পুরুলিয়া দিকে একটি গাড়িতে করে এই সাপের বিষ পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। তাদের হাতেনাতে ধরে ফেলে বন দফতরের আধিকারিকরা। আসানসোলের ডিসেরগড়ের কাছে বিষ পাচারকারীরা পড়ে যায়। পাশেই সাঁকতড়িয়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তাঁদের। একটি গাড়িসহ ও সাপের বিষসহ চারজনকে গ্রেফতার করা হয়। দুটি আম্পুলে ক্রিস্টাল ও লিকুইড ফরম্যাটে সাপের বিষ নিয়ে যাওয়া হচ্ছিল।

এই খবরটিও পড়ুন

বন দফতরের অনুমান, এই অভিযুক্তরা অন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে চক্র রয়েছে তার সঙ্গে জড়িত। শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আসানসোল রেঞ্জের আধিকারিক সঞ্জীব পতি। সাপের প্রকারভেদ অনুসারে সাপের বিষের মূল্য নির্ণয় হয় সাধারণত। এই বিষ কোন সাপের তা এখনও জানা যায়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপের প্রকারভেদ এক গ্রামের দাম ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ সোনার থেকে বেশি দাম হতে পারে। এ দিন যে পরিমাণ সাপের বিষ পাওয়া গিয়েছে তার মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান বন দফতরের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x