Ram Mandir Aarti Booking: নিখরচায় রামলালার সামনে পারবেন আরতি করতে, এইভাবে করুন বুকিং - Bengali News | Now You Can Perform Aarti in front of Ram Lala, Ram Mandir Aarti Pass Booking Started, Know the Procedure of Booking - 24 Ghanta Bangla News

Ram Mandir Aarti Booking: নিখরচায় রামলালার সামনে পারবেন আরতি করতে, এইভাবে করুন বুকিং – Bengali News | Now You Can Perform Aarti in front of Ram Lala, Ram Mandir Aarti Pass Booking Started, Know the Procedure of Booking

0

প্রতিবারের আরতিতে মাত্র ৩০ জনকে সুযোগ দেওয়া হবে। পরিচয়পত্র দেখিয়ে অনলাইন বা অফলাইনে এই পাস বুক করা যাবে। এর জন্য কোনও টাকা লাগবে না।

কীভাবে অনলাইনে আরতির জন্য পাস বুক করবেন?

  • প্রথমেই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org এ ক্লিক করতে হবে।
  • এরপর ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
  • হোমপেজে আরতি বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এবার কবে আরতি করতে চান, কোন আরতি করতে চান, তা বেছে নিন।
  • এবার নিজের নাম, ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।
  • এবার একটি কুপন তৈরি হয়ে যাবে।
  • যেদিন আপনি রাম মন্দিরে যাবেন, সেদিন কাউন্টারে এই কুপন দেখালেই আপনি আরতি করার সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য-

আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স  বা পাসপোর্ট দেখিয়ে নাম রেজিস্টার করতে হবে। মন্দিরে আরতির জন্য প্রবেশ করার সময় এরমধ্যে যেকোনও একটি পরিচয়পত্র দেখাতে হবে। ১০ বছরের নীচের শিশুদের জন্য আলাদা করে পাস লাগবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed