কলকাতায় পা রেখেই রোল-ফুচকা খুঁজবেন গম্ভীর - Bengali News | IPL 2024 KKR mentor Gautam Gambhir reveals his favourite food of Kolkata are Puchkas & Rolls - 24 Ghanta Bangla News

কলকাতায় পা রেখেই রোল-ফুচকা খুঁজবেন গম্ভীর – Bengali News | IPL 2024 KKR mentor Gautam Gambhir reveals his favourite food of Kolkata are Puchkas & Rolls

0

কলকাতায় পা রেখেই রোল-ফুচকা খুঁজবেন গম্ভীর

কলকাতা: আইপিএলে (IPL) নাইট জার্সিতে ফের দেখা যাবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। অবশ্য ২২ গজে নয়, ডাগআউটে বেগুনি জার্সিতে উপস্থিত থাকবেন গম্ভীর। তিনি কেকেআরে (KKR) ফেরায় নাইট ভক্তরা বেজায় খুশি হয়েছেন। আর গম্ভীর নিজে কতটা খুশি কেকেআরে ফেরায়? আজ, ২৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া সাইট X এ গৌতম গম্ভীর একটি #AskGG সেশন করেছিলেন। সেখানে তাঁকে এক ভক্ত গম্ভীরকে জিজ্ঞাসা করেন, কেকেআরে ফিরে তিনি কি উত্তেজিত? উত্তরে গম্ভীর নিজের মনের কথা জানান। কেকেআরে খেলার সুবাদে কলকাতার খাবার নখদর্পনে গম্ভীরের। তাই তাঁর কাছে কলকাতার প্রিয় খাবার কী? এমন প্রশ্ন আসতেই ছক্কা হাঁকালেন গম্ভীর। আপনি কি জানেন কলকাতার কোন খাবার গম্ভীরে

সোশ্যাল মিডিয়া সাইট X এ গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন, ‘কলকাতায় আপনার প্রিয় খাবার কী?’। উত্তরে গম্ভীর কলকাতার দুটি বিখ্যাত স্ট্রিট ফুডের নাম বলেন। এক, ফুচকা আর দুই, রোল। তা হলে কি আগামী আইপিএলের সময় কলকাতায় পা রেখেই কি রোল ও ফুচকার খোঁজ করবেন গম্ভীর। এমনটা কিন্তু হতেই পারে।

কেকেআরকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই গৌতিকে ভীষণ ভালোবাসেন কেকেআর সমর্থকরা। গৌতমও ভালোবাসেন কেকেআরকে। তাই তো তিনি কেকেআরে ফিরে বলেছেন, ‘কেকেআরে ফিরে উত্তেজিত হওয়াটাই তো স্বাভাবিক। শাহরুখ খান আমার পরিবার আর কেকেআর আমার কাছে আবেগ। আমি কেকেআরে ফিরতে পেরে বিরাট উত্তেজিত।’

আইপিএল-২০২৪ এর মিনি নিলামে কেকেআরের টেবলে হাজির ছিলেন গৌতম গম্ভীর। একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ককে কিনে নেয় কেকেআর। গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে এখনও আলোচনা চলছে। নাইট শিবিরের স্টার্ককে কেনা নিয়ে দু’ভাগ হয়ে গিয়েছেন কেকেআর প্রেমীরা। অনেকের মতে, স্টার্ককে নেওয়ার সিদ্ধান্ত ভালো কেকেআরের। অনেকের যুক্তি কেকেআর বড্ড বেশি টাকা খরচ করে ফেলেছে স্টার্কের জন্য, তিনি ২০২৪ আইপিএলে নাইট শিবিরকে ডোবাবেন না তো?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x